বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
মাইকেল মধুসূদন দত্ত
উত্তরের বিবরণ
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ হলো - - সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, বোধোদয় ইত্যাদি

0
Updated: 22 hours ago
বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি?
Created: 1 week ago
A
৯টি
B
১০টি
C
১১টি
D
১২টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি (এটাই গ্রহণযোগ্য)। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 1 week ago
নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
Created: 1 month ago
A
ডিসেম্বর ১৬, ১৯৭১
B
২৬ মার্চ, ১৯৯১
C
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D
পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
বাক্যে 'কমা' বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসাতে হয়।

0
Updated: 1 month ago
‘কমা’ কোথায় বসে?
Created: 1 month ago
A
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
B
প্রশ্ন বোঝানোর জন্য
C
সম্বোধন পদের পর
D
কোনো অপূর্ণ বাক্যের পর
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।

0
Updated: 1 month ago