সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
A
আবেদনপত্র
B
চুক্তিপত্র
C
মানপত্র
D
স্মারকলিপি
উত্তরের বিবরণ
সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে অভাব - অভিযােগ, সমস্যা নিরসনে অথবা সুযােগ - সুবিধা প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র।
0
Updated: 1 month ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
‘গীতাঞ্জলি’ পড়েছ কি?
C
অল্প দিনের মধ্যে তিনি আরোগ্য হলেন।
D
আবশ্যক ব্যয়ে কার্পণ্য করা অনুচিত।
১/এ কথা প্রমানিত হয়েছে। (সঠিক) ২/ অল্প দিনের মধ্যে তিনি আরোগ্যলাভ করবেন। (সঠিক) ৩/আবশ্যক ব্যয়ে কৃপণতা করা অনুচিত। (সঠিক) তাই সঠিক বাক্য - "গীতাঞ্জলী " পড়েছো কি?
0
Updated: 1 month ago
কেন্তুমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?
Created: 1 month ago
A
হিত্তিক ও তুখারিক
B
তামিল ও দ্রাবিড়
C
আর্য ও অনার্য
D
মাগধী ও গৌড়ী
ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর শ্রেণিবিভাগ ও এর বৈশিষ্ট্য নিয়ে বিশদভাবে বলা যায় যে, প্রাচীনকালে এই ভাষা গোষ্ঠীর ৯টি শাখা চিহ্নিত করা হয়েছিল, তবে আধুনিক গবেষণায় কিছু ক্ষেত্রে ১০টি শাখার কথা বলা হয়।
আমরা আধুনিক গবেষণার আলোকে বিষয়টি বিবেচনা করব। ভাষাতাত্ত্বিক অধ্যাপক অ্যাসকোলি আদি ইন্দো-ইউরোপীয় ভাষাগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করেছেন।
-
এই দুটি ভাগ হলো শতম (Satam) এবং কেন্টুম (Centum)।
-
কেন্তুম ও শতম বিভাজন মূলত কণ্ঠবর্ণের উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী হয়েছে।
-
এই বিভাজনের ফলে ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর মধ্যে একটি ভৌগোলিক ভেদাভেদও তৈরি হয়।
-
অ্যাসকোলির মতে, কেন্টুম গোষ্ঠীর ভাষাগুলো পশ্চিমে এবং শতম গোষ্ঠীর ভাষাগুলো পূর্বে অবস্থান করত।
বর্তমানকালে হিত্তি বা হিত্তিক (Hittic) ভাষা ইন্দো-ইউরোপীয় গোষ্ঠীর দশম শাখা হিসেবে স্বীকৃত।
-
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, এশিয়া মাইনরে প্রায় দেড় হাজার খ্রিস্টপূর্বে হিত্তি ভাষা প্রচলিত ছিল।
-
এছাড়া তোখারিক (Tukhāric) ভাষা মধ্য এশিয়ায় খ্রিস্টীয় অষ্টম শতক পর্যন্ত জীবিত ছিল।
কিছু পণ্ডিত হিত্তিকে ইন্দো-ইউরোপীয় মূল ভাষার সমগোত্রীয় এবং সমান স্তরের ভাষা হিসেবে উল্লেখ করেছেন।
-
ড. সুকুমার সেন হিত্তির মূল ভাষার নাম ‘ইন্দো-হিট্টীয়’ বলে উল্লেখ করেছেন।
-
হিত্তি ও তোখারিক ভাষার আবিষ্কারের পরও ইন্দো-ইউরোপীয় মূল ভাষার কেন্তুম ও শতম বিভাগ অস্বীকার করা যায় না।
-
আধুনিক ভাষাতাত্ত্বিকগণ কেন্তুম ও শতমের ভিত্তিতে ভাষার শ্রেণিবিন্যাসে কার্যকরভাবে কাজ করছেন।
-
সুতরাং, হিত্তি ও তোখারিক ভাষা আবিষ্কারের পরও কেন্টুম ও শতমের নামকরণ ও গুরুত্ব অপরিবর্তিত রয়েছে।
0
Updated: 1 month ago
পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?
Created: 1 month ago
A
চিহ্ন বা স্মারক
B
যোগাযোগ
C
বিনিময়
D
সংযোগ
'পত্র' এর শাব্দিক অর্থ 'পাতা' এবং এর আভিধানিক অর্থ 'চিহ্ন' বা 'স্মারক' ।
0
Updated: 1 month ago