পূর্বপদ বিশেষণ ও পরপর বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়?
A
সমানাধিকরণ
B
প্রত্যয়ান্ত
C
ব্যাধিকরণ
D
ব্যতিহার
উত্তরের বিবরণ
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়। যেমন: হত হয়েছে শ্রী যার = হতশ্রী, খোশ মেজাজ যার = খােশ মেজাজ প্রভৃতি ।
0
Updated: 1 month ago
নিচের কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
জলদ
B
অরুণরাঙ্গা
C
নদীমাতৃক
D
জ্ঞানশূন্য
বহুব্রীহি সমাস হলো সেই সমাস যেখানে সমস্যমান পদগুলোর নিজস্ব অর্থকে না ধরে অন্য কোনো পদ বা ব্যক্তিকে বোঝানো হয়। বিশেষভাবে, বহুব্রীহি সমাসে পরপদে মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে, সেই শব্দের সঙ্গে ‘ক’ যুক্ত হয়।
-
উদাহরণ:
-
নদী + মাতা → নদীমাতৃক
-
বিপত্নী → বিপত্নীক
-
অনুরূপ: সস্ত্রীক, অপুত্রক
-
-
বহুব্রীহি সমাসের ব্যাখ্যা: এখানে সমাসের উপাদানগুলোর প্রকৃত অর্থ গুরুত্বপূর্ণ নয়। উদাহরণ: বহু ব্রীহি (ধান) আছে যার বহুব্রীহি। এখানে ‘বহু’ বা ‘ব্রীহি’ শব্দটির অর্থ নয়, বরং যার অনেক ধান আছে এমন লোককে বোঝাচ্ছে।
অন্যান্য সমাসের উদাহরণ:
-
উপপদ তৎপুরুষ সমাস: জলদ
-
তৃতীয়া তৎপুরুষ সমাস: জ্ঞানশূন্য
-
উপমান কর্মধারয় সমাস: অরুণরাঙ্গা
0
Updated: 1 month ago
অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
হাতঘরি
B
আলুসিদ্ধ
C
মাথায়পাগড়ি
D
চতুর্ভুজ
অলুক বহুব্রীহি সমাস
-
সংজ্ঞা: যে বহুব্রীহি সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না, তাকে অলুক বহুব্রীহি সমাস বলা হয়।
-
উদাহরণ:
-
মাথায় পাগড়ি যার → মাথায়পাগড়ি
-
গায়ে এসে পড়ে যে → গায়ে পড়া
-
অন্যান্য সমাসের উদাহরণ:
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: হাতে পরা হয় যে ঘড়ি → হাতঘড়ি
-
কর্মধারয় সমাস: সিদ্ধ যে আলু → আলুসিদ্ধ
-
সংখ্যাবাচক বহুব্রীহি সমাস: চার ভুজ যে ক্ষেত্র → চতুর্ভুজ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
-
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
'ঘরমুখো' - শব্দটি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
Created: 1 month ago
A
সমানাধিকরণ
B
মধ্যপদলোপী
C
ব্যধিকরণ
D
প্রত্যয়ান্ত
প্রত্যয়ান্ত বহুব্রীহি
সংজ্ঞা: যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়, তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি বলা হয়।
উদাহরণ:
-
এক দিকে চোখ (দৃষ্টি) যার → একচোখা (চোখ + আ)
-
ঘরের দিকে মুখ যার → ঘরমুখো (মুখ + ও)
-
নিঃ (নেই) খরচ যার → নি-খরচে (খরচ + এ)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)
0
Updated: 1 month ago