কোনটি শুদ্ধ বাক্য?
A
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
B
তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
C
মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
D
আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
উত্তরের বিবরণ
'বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে' - বাক্যটি শুদ্ধ। অন্য বাক্যগুলােকে শুদ্ধ করলে হবে তােমার সঙ্গে গােপন কথা আছে। মেয়েটি দারুশ বুদ্ধিমতী, আজকাল বিদূষী মহিলার অভাব নেই।

0
Updated: 22 hours ago
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
সূর্য উদয় হয়েছে?
B
তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
C
যুক্তি খণ্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি
D
বিধি লঙ্ঘন হয়েছে
যুক্তি খন্ডন হয়েছে কিন্তু মুক্তি মেলেনি - বাক্যটির সঠিক।
সূর্য উদয় হয়েছে? তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি বিধি লঙ্গন হয়েছে উক্ত বাক্যগুলো ব্যাকরণগত ভুল রয়েছে।

0
Updated: 2 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
আকৃষ্ট
B
আকৃস্ট
C
আকৃষ্ঠ
D
অকৃষ্ট
বাংলা
বাক্য শুদ্ধিকরণ
বানান শুদ্ধিকরণ
বাংলা উপন্যাস
বাংলা ব্যকরণ
বাংলা ভাষা (ব্যাকরণ)
No subjects available.
শুদ্ধ বানান: আকৃষ্ট
🔹 শব্দতত্ত্ব
-
মূল: সংস্কৃত
-
গঠন: আ + √কৃষ + ত
🔹 পদপরিচয়
-
শ্রেণি: বিশেষণ
🔹 অর্থ
-
আকর্ষণ করা হয়েছে এমন
-
প্রলুব্ধ
-
মুগ্ধ
তথ্যসূত্র: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমী

0
Updated: 2 weeks ago
'জলদ' কোন ধরনের তৎপুরুষ সমাস?
Created: 1 week ago
A
অলুক তৎপুরুষ
B
সপ্তমী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপপদ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস
-
সংজ্ঞা:
যে পদের সঙ্গে পরবর্তী ক্রিয়ামূলের কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেই পদকে উপপদ বলা হয়।
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস গঠিত হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। -
উদাহরণ:
-
জলে চরে যা → জলচর
-
জল দেয় যে → জলদ
-
পক্ষে জন্মে যা → পঙ্কজ
-
-
অন্যান্য উদাহরণ:
গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)

0
Updated: 1 week ago