‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?
A
পঞ্চমী তৎপুরুষ
B
উপপদ তৎপুরুষ
C
প্রাদি সমাস
D
বহুব্রীহি সমাস
উত্তরের বিবরণ
কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন: জলে চরে যা-জলচর, পকেট মারে যে-পকেটমার।

0
Updated: 22 hours ago
জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত?
Created: 1 month ago
A
মধ্যপদলোপী কর্মধারয়
B
ষষ্ঠী তৎপুরুষ
C
পঞ্চমী তৎপুরুষ
D
উপমান কর্মধারয়
মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
যেসব বাক্য একসাথে মিলিয়ে একটি শব্দ হয় এবং সেখানে মাঝখানের (মধ্যপদ) কোনো শব্দ বাদ পড়ে, সেই ধরনের সমাসকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
উদাহরণ দেখলেই বিষয়টি পরিষ্কার হবে:
-
জ্যোৎস্না শোভিত যে রাত → জ্যোৎস্নারাত (মাঝখানের “শোভিত” শব্দটি বাদ গেছে)
-
চালে আশ্রিত কুমড়া → চালকুমড়া (“আশ্রিত” শব্দটি লোপ পেয়েছে)
-
সাহিত্য বিষয়ক সভা → সাহিত্যসভা (“বিষয়ক” শব্দটি বাদ)
-
সিংহ চিহ্নিত আসন → সিংহাসন (“চিহ্নিত” শব্দটি লোপ)
-
স্মৃতি রক্ষার জন্য সৌধ → স্মৃতিসৌধ (“রক্ষার্থে” বা “রক্ষার জন্য” বাদ)
এগুলোই মধ্যপদ বাদ দিয়ে গঠিত শব্দ বা মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
সাধারণত ণ-ত্ব বিধান খাটে না কোন ক্ষেত্রে?
Created: 6 days ago
A
উপসর্গজাত শব্দে
B
সন্ধিজাত শব্দে
C
তৎসম শব্দে
D
সমাসবদ্ধ শব্দে
• সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব বিধান:
-
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না।
-
এরূপ ক্ষেত্রে 'ণ' এর পরিবর্তে 'ন' ব্যবহৃত হয়।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।
• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন:
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না, সবসময় 'ন' হয়।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
অন্যান্য তথ্য:
-
তৎসম শব্দে ণ-ত্ব বিধান প্রযোজ্য।
-
সন্ধিজাত এবং উপসর্গজাত শব্দে ণ-ত্ব বিধানের কোনো বিশেষ নিয়ম নেই।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

0
Updated: 6 days ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago