‘দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়’- মূলত কোন বিষয়ে আলোচিত হয়?
A
সারমর্ম
B
প্রবন্ধ
C
ভাব-সম্প্রসারণ
D
আবেদনপত্রে
উত্তরের বিবরণ
দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। মূলত ভাব - সম্প্রসারণে আলােচনা করা হয়। এ লাইনটিকে মূলভাব ধরে এর সম্প্রসারণ হলো খুঁটিনাটি দিক উপস্থাপন করা যায়।

0
Updated: 22 hours ago
’সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 3 days ago
A
সূর্য + ঊদয়
B
সূর্য + উদয
C
সূর্য + ঊদয
D
সূর্য + উদয়
’সূযোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = সূর্য+উদয় =(সূর্যোদয়)। - এটি একটি স্বরসন্ধির উদাহরণ। উল্লেখ্য, - স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে। যেমন- - অতি + ইন্দ্রিয় = অতীন্দ্রিয়, - পরি + ঈক্ষা = পরীক্ষা; - মরু + উদ্যান = মরূদ্যান; - শুভ + ইচ্ছা = শুভেচ্ছা; - সূর্য + উদয় = সূর্যোদয়; - মহা + ঋষি = মহর্ষি; - শীত + ঋত = শীতার্ত; - জন + এক = জনৈক; - বন + ওষধি = বনৌষধি;

0
Updated: 3 days ago
নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
Created: 2 weeks ago
A
সুচরিতেষু
B
কল্যাণীয়েষু
C
প্রীতিভোজনেষু
D
শ্রদ্ধাস্পদাসু
পত্রে সম্বোধনরীতি
বাংলা চিঠি লেখার ক্ষেত্রে সম্বোধন নির্বাচনে ভদ্রতা ও সম্পর্কের মর্যাদা বিশেষভাবে খেয়াল রাখা হয়।
নারীর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনাসু
-
শ্রদ্ধাস্পদাসু
-
কল্যাণীয়াসু
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন, স্নেহভাজন বা সম্মানিত নারীদের উদ্দেশে।
পুরুষ/বন্ধুর জন্য সম্বোধন
-
শ্রদ্ধাভাজনেষু
-
শ্রদ্ধাস্পদেষু
-
সুচরিতেষু
-
প্রীতিভাজন
এগুলো ব্যবহার করা হয় শ্রদ্ধাভাজন পুরুষ, গুরুজন কিংবা আত্মীয়-বন্ধুদের উদ্দেশে।
তথ্যসূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 weeks ago
যে সকল পদের সমন্বয়ে সমাস হয় তাকে কি বলে?
Created: 2 weeks ago
A
সমস্ত পদ
B
পূর্বপদ
C
উভয়পদ
D
সমস্যমান পদ
অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রুপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ।

0
Updated: 2 weeks ago