কোন জোড়াটি ভিন্নার্থক?
A
বকধার্মিক- বিড়াল তপস্বী
B
মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি- অক্কা পাওয়া
উত্তরের বিবরণ
বকধার্মিক ও বিড়াল তপস্বী অর্থ অসাধু বা ভন্ড লোক। মণিকাঞ্চন যোগ ও সোনায় সোহাগা অর্থ উপযুক্ত মিলন। ব্যাঙের আধুলি সামান্য ধনে অহংকার এবং ব্যাঙের সর্দি হলো অসম্ভব ঘটনা। অন্যদিকে অন্ধের যষ্ঠি অর্থ একমাত্র সম্বল এবং অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া।
0
Updated: 1 month ago
'তিলত্তোমা' কোন উপন্যাসের প্রধান নারী চরিত্র?
Created: 2 months ago
A
কৃষ্ণকান্তের উইল
B
দুর্গেশনন্দিনী
C
কপালকুণ্ডলা
D
মৃণালিনী
দুর্গেশনন্দিনী
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যের গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র অন্যান্য উপন্যাস ও চরিত্র
| উপন্যাস | উল্লেখযোগ্য চরিত্র |
|---|---|
| কৃষ্ণকান্তের উইল | রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর |
| দুর্গেশনন্দিনী | আয়েশা, তিলোত্তমা |
| কপালকুণ্ডলা | কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক |
| মৃণালিনী | হেমচন্দ্র, মৃনালিনী, পশুপতি, মনোরমা |
| বিষবৃক্ষ | কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago
'দেখা যায় না এমন' এক কথায় কী বলে?
Created: 1 month ago
A
ভূতপূর্ব
B
অদৃশ্য
C
অদৃষ্ট
D
অদৃষ্টপূর্ব
শব্দার্থ ও তাদের অর্থ
-
দেখা যায় না এমন, দৃষ্টির অগোচর – অদৃশ্য
-
যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
-
দেখা হয়নি এমন – অদৃষ্ট
-
যা পূর্বে দেখা যায় নি এমন – অদৃষ্টপূর্ব
উৎস:
0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধভিত্তিক "নিষিদ্ধ লোবান" উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের নাম কী?
Created: 2 months ago
A
ওঙ্কার
B
যাত্রা
C
গেরিলা
D
কুল নাই কিনারা নাই
‘নিষিদ্ধ লোবান’ উপন্যাস
-
লেখক: সৈয়দ শামসুল হক
-
প্রকাশকাল: ১৯৮১
-
বিষয়বস্তু: মুক্তিযুদ্ধভিত্তিক, পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতন, লিবিডো ক্রিয়া, লালসা ও রিরংসাবৃত্তি।
-
চলচ্চিত্রে রূপান্তর: ‘গেরিলা’ সিনেমা নির্মিত হয়েছে এই উপন্যাস অবলম্বনে।
কাহিনি সংক্ষেপ
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিলকিস, যিনি মুক্তিযুদ্ধের শুরুতে তার পিতামাতা, ভাইবোন ও আত্মীয়স্বজন হারায়।
-
তার স্বামী নিখোঁজ হয়ে যায়।
-
ঘটনার সূত্র ধরে পরিচয় হয় প্রদীপকুমার/সিরাজের সঙ্গে।
-
পাকিস্তানি সৈন্যরা নিহত মুক্তিযোদ্ধাদের লাশ দাফনের নিষেধাজ্ঞা জারি করে।
-
বিলকিস ও তার সহযোগীরা রাতের অন্ধকারে লাশগুলো দাফন করতে গেলে পাকিস্তানি মিলিটারির হাতে ধরা পড়ে।
-
এর পরও বিলকিস প্রতিবাদে অবিচল থাকে, যা তার দৃঢ় চরিত্র এবং স্বাধীনচেতা মনোভাবের প্রকাশ।
উৎস: ‘নিষিদ্ধ লোবান’, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago