কোন জোড়াটি ভিন্নার্থক?
A
বকধার্মিক- বিড়াল তপস্বী
B
মনিকাঞ্চন যোগ- সোনায় সোহাগা
C
ব্যাঙের আধুলি- ব্যাঙের সর্দি
D
অন্ধের যষ্টি- অক্কা পাওয়া
উত্তরের বিবরণ
বকধার্মিক ও বিড়াল তপস্বী অর্থ অসাধু বা ভন্ড লোক। মণিকাঞ্চন যোগ ও সোনায় সোহাগা অর্থ উপযুক্ত মিলন। ব্যাঙের আধুলি সামান্য ধনে অহংকার এবং ব্যাঙের সর্দি হলো অসম্ভব ঘটনা। অন্যদিকে অন্ধের যষ্ঠি অর্থ একমাত্র সম্বল এবং অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া।

0
Updated: 22 hours ago
নিচের কোনটিতে সাধুভাষা সাধারণত অনুপযোগী?
Created: 1 week ago
A
কবিতায়
B
গানে
C
ছোটগল্পে
D
নাটকে
বাংলা লেখ্য সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসারণ করে চলে এমন পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।

0
Updated: 1 week ago
’পোঁ-ধরা’ বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 days ago
A
সর্বস্বান্ত হওয়া
B
কথার মাঝে বিদ্রুপ করা
C
মোসাহেবী করা
D
নষ্ট করা
- ’পোঁ-ধরা’ বাগ্ধারাটির অর্থ- মোসাহেবী করা।
অন্যদিকে,
- ’মাথা খাওয়া’ বাগ্ধারাটির অর্থ- নষ্ট করা।
- ’সর্বস্বান্ত হওয়া’ বাগ্ধারাটির অর্থ- পথে বসা।
- ’ফোড়ন কাটা’ বাগ্ধারাটির অর্থ- কথার মাঝে বিদ্রুপ করা।

0
Updated: 2 days ago
সংগীত বিষয়ক গ্রন্থ 'বনগীতি' রচনা করেন কে?
Created: 2 weeks ago
A
কায়কোবাদ
B
কাজী নজরুল ইসলাম
C
গোলাম মোস্তফা
D
জসীম উদ্দীন
কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ
-
চোখের চাতক
-
নজরুল গীতিকা
-
সুর সাকী
-
বনগীতি
-
অন্যান্য গ্রন্থ
কাজী নজরুল ইসলাম
-
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
-
জন্ম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রাম।
-
বাল্যকালে ডাকনাম: ‘তারা ক্ষ্যাপা’, ‘নজর আলী’, ‘দুখু মিয়া’।
-
বাল্যকালেই লেটোগানের দলে যোগদান; লেটোদলের বিখ্যাত কবিয়াল শেখ চাকা তাঁকে ‘ব্যাঙাচি’ বলে ডাকতেন।
-
অন্যান্য ছদ্মনাম: ধূমকেতু, নুরু।
-
বাংলা সাহিত্যে পরিচিত: ‘বিদ্রোহী কবি’।
-
আধুনিক বাংলা গানের জগতে খ্যাত: ‘বুলবুল’।
উৎস: বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; কবি নজরুল জীবনী

0
Updated: 2 weeks ago