নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
A
নির্জন
B
পঞ্চবটী
C
দেশান্তর
D
অনুতাপ
উত্তরের বিবরণ
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে এবং যে সমাসের সমস্তপদ উপসর্গ দ্বারা শুরু হয় তাকে উপসর্গ তৎপুরুষ বা অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।
যেমন: জানু পর্যন্ত লম্বিত ('পর্যন্ত' শব্দের অব্যয় 'আ') = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ, অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ।

0
Updated: 22 hours ago
কোন ধরনের শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না?
Created: 2 days ago
A
তৎসম শব্দে
B
সমাসবদ্ধ শব্দে
C
তদ্ভব শব্দে
D
যৌগিক শব্দে
ণ-ত্ব বিধান
-
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে বলে ণ-ত্ব বিধান।
-
ট-বর্গীয় ধ্বনির আগে ‘ণ’ হয় → কণ্ঠ, বণ্টন।
-
ঋ, র, ষ-এর পরে ‘ণ’ হয় → শরণ, লক্ষ্ণী।
-
সমাসবদ্ধ শব্দে সাধারণত ‘ণ’ হয় না → ত্রিনয়ন, সর্বনাম।
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হলে ‘ণ’ হয় না → অন্ত, গ্রন্থ।
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে ‘ণ’ হয় না → কান, বন, লন্ডন।

0
Updated: 2 days ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 3 weeks ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।

0
Updated: 3 weeks ago
‘গায়ে হলুদ’ কোন সমাসের উদাহরণ?
Created: 1 week ago
A
তৎপুরুষ সমাস
B
বহুব্রীহি সমাস
C
কর্মধারয় সমাস
D
দ্বন্দ্ব সমাস
'গায়ে হলুদ' বহুব্রাহী সমাসের উদাহরণ। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: বহু ব্রীহি (ধান) আছে যার = বহুব্রীহি। এখানের 'বহু' কিংবা 'ধান' কোনোটিরই অর্থের প্রাধান্য নেই, যার বহু ধান আছে এমন লোককে বোঝাচ্ছে। বহুব্রীহি সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়।

0
Updated: 1 week ago