স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত - 

Edit edit

A

দার্শনিক 

B

পদার্থবিদ 

C

রসায়নবিদ

D

 কবি

উত্তরের বিবরণ

img

স্টিফেন হকিং — আধুনিক পদার্থবিজ্ঞানের একজন বিশিষ্ট বিজ্ঞানী

স্টিফেন হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীর ডিগ্রী লাভ করেন এবং পরে ক্যামব্রিজে কসমোলজি বিষয়ে স্নাতকোত্তর গবেষণার জন্য আগ্রহী হন।

১৯৬২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণা শুরু করেন। তার গবেষণার মূল বিষয় ছিল মহাবিশ্ববিদ্যা (কসমোলজি) ও সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব (জেনারেল থিওরি অব রিলেটিভিটি)।

গবেষণাকালে স্টিফেন হকিং মোটর নিউরন রোগে আক্রান্ত হন, যা ধীরে ধীরে তাকে শারীরিকভাবে অচল করে দেয়। আশির দশকে গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তার স্বাভাবিক কথা বলার ক্ষমতাও হারিয়ে যায়। তবে বিশেষ যন্ত্র ও কম্পিউটারের সাহায্যে তিনি কথা বলার বিকল্প পদ্ধতি আয়ত্ত করেন।

১৯৮৮ সালে তিনি “A Brief History of Time: From the Big Bang to Black Holes” শীর্ষক একটি জনপ্রিয় বই প্রকাশ করেন, যেখানে সহজবোধ্য ভাষায় মহাবিশ্বের উৎপত্তি, বিকাশ এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। এই বইটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

স্টিফেন হকিং ১৯৭৪ সালে তার জীবনের অন্যতম বড় আবিষ্কারটি করেন। ব্ল্যাকহোল নিয়ে তার তাত্ত্বিক গবেষণায় তিনি প্রমাণ দেন যে, ব্ল্যাকহোলের ইভেন্ট হরাইজন (ঘটনার সীমা) থেকে এক ধরনের বিকিরণ নির্গত হয়, যা এখন ‘হকিং রেডিয়েশন’ নামে পরিচিত। এই বিকিরণ ঘটে কোয়ান্টাম শূন্যতার মধ্যে ভার্চুয়াল কণা ও প্রতিকণার সৃষ্টি ও ধ্বংসের কারণে, যা ব্ল্যাকহোলকে ধীরে ধীরে তার ভর হারাতে বাধ্য করে।

দীর্ঘদিন অসুস্থতার পর, ২০১৮ সালের ১৪ মার্চ ৭৬ বছর বয়সে স্টিফেন হকিং পৃথিবীর মায়া ত্যাগ করেন। তিনি আধুনিক বিজ্ঞানে কসমোলজি ও ব্ল্যাকহোল তত্ত্বের ক্ষেত্রে চিরস্মরণীয় অবদান রেখে গেছেন।

উৎস: Britannica

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

Get Our App

Download our app for a better experience.

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD