নিচের কোন ক্ষেত্রে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা সম্ভব নয়?
A
৩ টি বাহু, ২ টি কোণ
B
২ টি বাহু, ৩ টি কোণ
C
১ টি বাহু, ৪ টি কোণ
D
৪ টি বাহু, ১ টি কোণ
উত্তরের বিবরণ
১টি বাহু ও ৪টি কোণ দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়।
চতুর্ভুজ:
- চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না।
- নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়।
- নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
যেমন-
১. চারটি বাহু ও একটি কোণ,
২. চারটি বাহু ও একটি কর্ণ,
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ,
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ এবং
৫. দুইটি বাহু ও তিনটি কোণ ।

0
Updated: 23 hours ago
২০ টি বিন্দু দিয়ে কতগুলো চতুর্ভুজ গঠন করা যায়?
Created: 1 week ago
A
৪২০০
B
৪৫২৪
C
৫৫০০
D
৪৮৪৫
প্রশ্ন: ২০ টি বিন্দু দিয়ে কতগুলো চতুর্ভুজ গঠন করা যায়?
সমাধান:
আমরা জানি,
একটি চতুর্ভুজ ৪ টি বিন্দু দিয়ে গঠিত হয়।
∴ ২০ টি বিন্দু দিয়ে গঠিত চতুর্ভুজ সংখ্যা = ২০C৪
= ২০!/{৪! × (২০ - ৪)!}
= ২০!/(৪! × ১৬!)
= (২০ × ১৯ × ১৮ × ১৭ × ১৬!)/(৪ × ৩ × ২ × ১৬!)
= ৪৮৪৫

0
Updated: 1 week ago
যে চতুর্ভূজের কেবলমাত্র দু’টি বাহু সমান্তরাল তাকে বলে-
Created: 1 week ago
A
সামান্তরিক
B
বর্গক্ষেত্র
C
ট্রাপিজিয়াম
D
আয়তক্ষেত্র
ট্রাপিজিয়াম:
- যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল।
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না।
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে।
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে।
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
অন্যদিকে,
- সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
- আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
- বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।

0
Updated: 1 week ago
দু'টি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো। এতে প্রাপ্ত সংখ্যা দু'টির গড় 3 হওয়ার সম্ভাবনা কত?
Created: 1 week ago
A
1/9
B
5/36
C
1/6
D
7/36
নমুনাক্ষেত্র
মোট নমুনাবিন্দু = 62 = 36
দু'টি সংখ্যার গড় 3 অনুকূলে নমুনা বিন্দুগুলো হলো = (1,5), (2, 4), (3, 3), (4, 2), (5, 1)
অনুকূল ঘটনার সংখ্যা = 5
∴ সম্ভাবনা = 5/36

0
Updated: 1 week ago