'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে?
A
মাইকেল এঞ্জেলা
B
লিওনার্দো দ্য ভিঞ্চি
C
ভ্যানগগ
D
পাবলো পিকাসো
উত্তরের বিবরণ
বিশ্বের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে এ চিত্রকর্মটি আঁকেন বলে ধারণা করা হয়। চার বছর ধরে প্রতিশ্রুতিবদ্ধভাবে কাজের মাধ্যমে এই পোর্ট্রেটটি তৈরি হয়। বর্তমানে ‘মোনালিসা’ ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত, যা দর্শনার্থীদের প্রায় ৮০ শতাংশের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।
এই শিল্পকর্মের বাজারমূল্য প্রায় ৮৩০ মিলিয়ন ডলার নির্ধারিত হয়েছে, যা এটিকে অন্যতম মূল্যবান চিত্র করে তোলে। শিল্পগবেষকরা ‘মোনালিসা’ ছবির নারীর পরিচয় নিয়ে নানা মত প্রকাশ করেন। অনেকের মতে, তিনি ফ্লোরেন্সের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি, যার নাম থেকেই ‘জিওকন্ডা’ উপনামটি এসেছে। তবে অন্য একধরনের দাবিতে কেউ কেউ মোনালিসার লোমহীন মুখে দাড়ি যোগ করে দাবি করেন যে, ছবিটির মডেল প্রকৃতপক্ষে লিওনার্দো দ্য ভিঞ্চি নিজেই, অর্থাৎ এটি তার নারীরূপ প্রতিচ্ছবি। এই ধারণাটি আধুনিক সাহিত্যেও উঠে এসেছে, যেমন ড্যান ব্রাউনের ‘দ্য ভিঞ্চি কোড’ বইয়ে।
সূত্র: Britannica।
0
Updated: 3 months ago
'The Virgin of the Rocks' ও 'Treatise on Painting' চিত্রকর্মটি কার?
Created: 1 month ago
A
ভিনসেন্ট ভ্যান
B
মাইকেল এঞ্জেলো
C
লিওনার্দো দ্যা ভিঞ্চি
D
কোনটি নয়
লিওনার্দো দা ভিঞ্চি:
-
লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন ইতালির চিত্রশিল্পী ও বহুমুখী প্রতিভাধর।
-
জন্ম: ১৫ এপ্রিল, ১৪৫২।
-
বিখ্যাত চিত্রকর্ম:
-
The Virgin of the Rocks
-
Treatise on Painting
-
Battle of Anghiari
-
The Last Supper
-
Leda
-
Mona Lisa
-
Portrait of Ginevra de’ Benci
-
St. Jerome
-
The Benois Madonna
-
-
মৃত্যু: ২ মে, ১৫১৯, বয়স ৬৭ বছর।
0
Updated: 1 month ago
'মোনা লিসা' এবং 'দ্য লাস্ট সাপার' চিত্রকর্মগুলো কোন শিল্পীর সৃষ্টি
Created: 2 months ago
A
মাইকেলেঞ্জেলো
B
রাফায়েল
C
লিওনার্দো দা ভিঞ্চি
D
দোনাতেল্লো
লিওনার্দো দা ভিঞ্চি
-
লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী এবং হাই রেনেসাঁসের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী।
-
তাকে “রেনেসাঁস ম্যান” এর আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয়।
-
জন্ম: ১৪৫২
-
মৃত্যু: ১৫১৯ সালে, ৬৭ বছর বয়সে
বিখ্যাত চিত্রকর্ম
-
প্রধান চিত্রকর্ম:
-
মোনা লিসা
-
দ্য লাস্ট সাপার
-
ভার্জিন অফ দ্য রকস
-
ক্রাইস্টের ব্যাপটিজম
-
-
অন্যান্য উল্লেখযোগ্য চিত্রকর্ম:
-
ভার্জিন মেরি
-
ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান
-
দ্য অ্যানানসিয়েশন
-
ম্যাডোনা অফ দ্য কার্নেশন
-
জিনেভরা দে' বেঞ্চি
-
দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত)
-
সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত)
-
একটি প্রতিকৃতি
-
মিউজিশিয়ান (অসমাপ্ত)
-
লেডি উইথ অ্যান এর্মাইন
-
0
Updated: 2 months ago
’The last Supper’ দেয়ালচিত্রের চিত্রকর কে?
Created: 1 month ago
A
মাইকেল এঞ্জেলো
B
লিওনার্দো দা ভিঞ্চি
C
ভিনসেন্ট ভ্যান গগ
D
পাবলো পিকাসো
The Last Supper হলো লিওনার্দো দা ভিঞ্চির একটি বিখ্যাত দেয়ালচিত্র, যা খ্রিস্টধর্মের ঐতিহাসিক দৃশ্যকে চিত্রিত করে।
-
এটি ইটালির মিলান শহরের "সান্তা মারিয়া দেলে গ্রাজি" গির্জায় সংরক্ষিত।
-
দেয়ালচিত্রটি তৈরি করতে ৩ বছর সময় লেগেছিল।
লিওনার্দো দা ভিঞ্চি ছিলেন একজন প্রখ্যাত ইতালীয় চিত্রশিল্পী ও উদ্ভাবক।
-
তিনি প্রথমবার এরিয়াল পরিপ্রেক্ষিত (aerial perspective) ব্যবহার করেন।
-
বিখ্যাত চিত্রকর্ম: মোনালিসা (La Gioconda, ইতালীয় নাম), যা পপলার প্যানেলের উপর তেলরঙে আঁকা এবং ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত।
-
অন্য উল্লেখযোগ্য কাজ: ভার্জিন অব দ্য রকস (Virgin of the Rocks)
উৎস:
0
Updated: 1 month ago