’অনিলা দেবী’ ছদ্মনামে কে সাহিত্য রচনা করতেন?
A
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B
সমরেশ বসু
C
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
D
নীহাররঞ্জন গুপ্ত
উত্তরের বিবরণ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ‘অনিলা দেবী’
-
তিনি “নারীর মূল্য” প্রবন্ধটি “অনিলা দেবী” ছদ্মনামে যমুনা পত্রিকায় প্রকাশ করেন।
অন্য ছদ্মনামসমূহ:
-
অপরাজিতা দেবী
-
শ্রী চট্টোপাধ্যায়
-
অপরূপা দেবী
-
পরশুরাম
-
শীকান্ত শর্মাতার
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেবদাস
-
দেনা পাওনা
-
গৃহদাহ
-
চরিত্রহীন
-
পল্লী সমাজ
-
পথের দাবী
অন্য লেখকদের ছদ্মনাম উদাহরণ:
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: কস্যচিৎ উপযুক্ত ভাইপো
-
সমরেশ বসু: কালকূট
-
নীহাররঞ্জন গুপ্ত: দাদা ভাই, বাণভট্ট
0
Updated: 1 month ago
'ইন্দ্রনাথ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
Created: 1 month ago
A
শ্রীকান্ত
B
পল্লীসমাজ
C
পণ্ডিতমশাই
D
পথের দাবী
শ্রীকান্ত উপন্যাস
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
ধরণ: আত্মজৈবনিক উপন্যাস
-
প্রকাশ:
-
চারটি খণ্ডে প্রকাশিত
-
প্রথম খণ্ড: মাসিক ভারতবর্ষে (১৯১৬-১৭), শিরোনাম: শ্রীকান্তের ভ্রমণ কাহিনি, লেখকের নাম মুদ্রিত হয় “শ্রীশ্রীকান্ত শর্মা”
-
দ্বিতীয় ও তৃতীয় খণ্ডও ভারতবর্ষে প্রকাশিত
-
চতুর্থ খণ্ড: বিচিত্র পত্রিকায় প্রকাশিত
-
-
উল্লেখযোগ্য চরিত্র: শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী
অন্যান্য সম্পর্কিত উপন্যাস:
-
পল্লীসমাজ:
-
প্রধান চরিত্র: রমা, রমেশ, বেণী, বলরাম
-
গ্রামীণ জীবনের সামাজিক ও নৈতিক দিক ফুটে উঠেছে
-
-
পণ্ডিতমশাই:
-
চরিত্র কেন্দ্র: বৃন্দাবন ও কুসুম
-
গ্রাম বাংলার পটভূমিতে মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও অনিশ্চয়তা চিত্রিত
-
-
পথের দাবী:
-
মূল চরিত্র: সব্যসাচী মল্লিক, ভারতী, সুমিত্রা, করুণাময়ী, বিনোদ
-
রাজনৈতিক ও সামাজিক সচেতনতার গল্প অন্তর্ভুক্ত
-
0
Updated: 1 month ago
'সাবিত্রী ও কিরণময়ী' - চরিত্র দুটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন উপন্যাসের?
Created: 2 months ago
A
বড়দিদি
B
শেষের পরিচয়
C
চরিত্রহীন
D
শ্রীকান্ত
‘চরিত্রহীন’ উপন্যাস
-
‘চরিত্রহীন’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এবং প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে।
-
এটি রচিত হয়েছে প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষ সম্পর্ক নিয়ে, তাই উপন্যাসের নামকরণ করা হয়েছে ‘চরিত্রহীন’।
-
গল্পে মোট চারটি নারী চরিত্র রয়েছে, যার মধ্যে প্রধান দুটি চরিত্র: সাবিত্রী ও কিরণময়ী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসসমূহ
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) শরৎ রচনাবলী
0
Updated: 2 months ago
নিচের কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
Created: 1 month ago
A
দেবদাস
B
শেষ প্রশ্ন
C
পণ্ডিতমশাই
D
মৃত্যুক্ষুধা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার দেবানন্দপুর
-
প্রথম প্রকাশিত গল্প: মন্দির (১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ)
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭, ভারতী পত্রিকা)
-
রাজনৈতিক উপন্যাস: পথের দাবী (১৯২৬, ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত)
প্রধান উপন্যাসসমূহ:
-
চরিত্রহীন
-
পণ্ডিতমশাই
-
পল্লীসমাজ
-
দেবদাস
-
শ্রীকান্ত
-
পরিণীতা
-
বিরাজবৌ
-
দত্তা
-
বামুনের মেয়ে
-
শেষ প্রশ্ন
-
দেনাপাওনা
-
পথের দাবী
-
বিপ্রদাস
উল্লেখ্য: মৃত্যুক্ষুধা উপন্যাসটি কাজী নজরুল ইসলাম রচিত।
উৎস:
0
Updated: 1 month ago