রাখালী
-
জসীম উদ্দীন রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হলো রাখালী।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
বইটিতে মোট ১৯টি কবিতা রয়েছে।
-
তাঁর বিখ্যাত কবর কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্গত।
পল্লীকবি জসীম উদ্দীন
-
তিনি একাধারে কবি, কাব্যোপন্যাসিক, ঔপন্যাসিক, গীতিকার, ভ্রমণকাহিনীকার, নাট্যকার, স্মৃতিকথক, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক ইত্যাদি বহুমুখী পরিচয়ে পরিচিত।
-
জন্ম: ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে।
-
পৈতৃক নিবাস: গোবিন্দপুর গ্রাম, ফরিদপুর জেলা।
-
তাঁর নকশী কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতি-কবিতার উৎকৃষ্ট নিদর্শন।
-
একমাত্র উপন্যাস: বোবা কাহিনী।
কাব্যগ্রন্থসমূহ:
-
রাখালী
-
নকশী কাঁথার মাঠ
-
বালুচর
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
হাসু
-
মাটির কান্না
-
এক পয়সার বাঁশী
-
সখিনা
-
মা যে জননী কান্দে
-
পদ্মা নদীর দেশে
নাটকসমূহ:
-
পদ্মাপার
-
বেদের মেয়ে
-
পল্লীবধূ
আত্মকথাসমূহ:
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙ্গিনায়
-
জীবন কথা
ভ্রমণ কাহিনীসমূহ:
-
চলে মুসাফির
-
হলদে পরির দেশে
-
যে দেশে মানুষ বড়