’বনফুল’ কাব্যগ্রন্থের লেখক কে?
A
নির্মলেন্দু গুন
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
বলাইচাঁদ মুখোপাধ্যায়
D
আল মাহমুদ
উত্তরের বিবরণ
বনফুল কাব্যগ্রন্থ
-
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ হলো বনফুল।
-
এটি জ্ঞানাঙ্কুর ও প্রতিবিম্ব নামক দুটি পত্রিকায় প্রকাশিত হয় ১৮৭৬ সালে।
-
কাব্যগ্রন্থটি সুকুমার সেন কাব্যোপন্যাস হিসেবে উল্লেখ করেছেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতা: সারদা দেবী।
-
ঠাকুরবাড়ির অনুকূল পরিবেশে শৈশবেই কবি প্রতিভার উন্মেষ ঘটে।
-
১৯০১ সালে প্রতিষ্ঠা করেন শান্তিনিকেতন বিদ্যালয়।
-
১৯১৩ সালে ইংরেজি গীতাঞ্জলি (১৯১১) কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন।
রচিত উপন্যাসসমূহ:
-
চোখের বালি
-
গোরা
-
ঘরে বাইরে
-
যোগাযোগ
-
শেষের কবিতা
রচিত কাব্যগ্রন্থসমূহ:
-
প্রভাতসঙ্গীত
-
মানসী
-
সোনার তরী
-
চিত্র
-
চৈতালী
-
কল্পনা
-
ক্ষণিকা
-
গীতাঞ্জলি
-
বলাকা
-
পুনশ্চ
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের কাছ থেকে কোন উপাধিটি পেয়েছিলেন, যা পরে তিনি ত্যাগ করেন?
Created: 1 month ago
A
ব্যারন
B
নাইটহুড
C
লর্ড
D
বাহাদুর
রবীন্দ্রনাথ ঠাকুর ও নাইটহুড
-
৩রা জুন, ১৯১৫ সালে ব্রিটিশ সরকার তাঁকে 'নাইটহুড' বা 'স্যার' উপাধি প্রদান করে।
-
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড (১৩ এপ্রিল ১৯১৯)-এর প্রতিবাদে ১৯১৯ সালের এপ্রিলে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধি ত্যাগ করেন।
রবীন্দ্রনাথ ঠাকুর
-
জন্ম: ৭ মে ১৮৬১ (২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ), কলকাতা, জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবার
-
মাত্র ৮ বছর বয়সে লিখেছিলেন প্রথম কবিতা হিন্দুমেলার উপহার
-
১৫ বছর বয়সে প্রকাশিত কাব্যগ্রন্থ: বনফুল
-
অর্জন: ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে প্রথম
-
বাংলা সাহিত্যে ছোটগল্পের জনক হিসেবে পরিচিত
-
গীতিকার ও চিত্রশিল্পী হিসেবেও অবদান অনন্যসাধারণ
-
সাহিত্যকর্মের পরিমাণ:
-
৫৬টি কাব্যগ্রন্থ
-
৪টি গীতিপুস্তক
-
১১৯টি ছোটগল্প
-
৯টি ভ্রমণকাহিনী
-
২৯টি নাটক
-
১৯টি কাব্যনাট্য
-
২২৩২টি গান
-
২ হাজারের বেশি চিত্রাবলি
-
-
মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে
0
Updated: 1 month ago
'অভীক' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়ক?
Created: 1 month ago
A
দেনাপাওনা
B
রবিবার
C
ল্যাবরেটরি
D
ক্ষুধিত পাষাণ
‘অভীক’ চরিত্র
-
গল্প: ‘রবিবার’
-
রচয়িতা: রবীন্দ্রনাথ ঠাকুর
-
চরিত্রের বৈশিষ্ট্য:
-
ব্রাহ্মণ পণ্ডিত ঘরের সন্তান
-
নিষ্ঠাবান, কিন্তু ঘোর নাস্তিক
-
নিয়মভঙ্গ ও বেয়াদবি আচরণে উৎসাহী
-
দক্ষতা: কলকব্জা সারানো, ছবি আঁকা
-
বৈপরীত্য: নিষিদ্ধ মাংস খাওয়া, মজুরি করা, নিজের আঁকা ছবির প্রদর্শনী করা
-
রবীন্দ্রনাথ ঠাকুর ও ছোটগল্পসমূহ
-
বাংলা ছোট গল্পের জনক
-
মোট গল্প: ১১৯টি
-
প্রথম গল্প: ‘ভিখারিনী’ (প্রকাশ: ১২৮৪ বঙ্গাব্দ, ভারতী পত্রিকা, শ্রাবণ-ভাদ্র সংখ্যা, ১৮৭৭ খ্রিষ্টাব্দ)
-
বয়সে পরিচিতি: মাত্র ষোলো বছর
-
মোট গল্পগ্রন্থ:
-
গল্পগুচ্ছ
-
লিপিকা
-
সে
-
তিন সঙ্গী
-
গল্পসল্প
-
ছোটগল্পের ধরন অনুযায়ী
-
সমাজসমস্যামূলক: দেনাপাওনা, রামকানাইয়ের নির্বুদ্ধিতা, যজ্ঞেশ্বরের যজ্ঞ, অনধিকার প্রবেশ
-
অতিপ্রাকৃতিক: ক্ষুধিত পাষাণ, নিশীতে, মণিহারা, কঙ্কাল
-
আধুনিক মনস্তত্ত্ব ভিত্তিক: রবিবার, শেষকথা, ল্যাবরেটরি
উৎস:
-
‘রবিবার’ গল্প
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 1 month ago
রবীন্দ্রনাথ ঠাকুর ‘নাইট’ উপাধি ত্যাগ করেন কবে?
Created: 1 month ago
A
১৯১৯ সালে
B
১৯১৭ সালে
C
১৯১৫ সালে
D
১৯১৩ সালে
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজসংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
পিতা: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
-
তিনি ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
-
১৯১৩ সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত এশিয়ার প্রথম ব্যক্তি।
-
১৯১৫ সালে ইংরেজ সরকারের কাছ থেকে ‘নাইট’ উপাধি পান; ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে এটি ফিরিয়ে দেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে।
0
Updated: 1 month ago