He is too young to drive a car. (Make Compound)
A
He is so young and he cannot drive a car.
B
He is young and that cannot drive a car.
C
He is very young but cannot drive car.
D
He is very young and cannot drive a car.
উত্তরের বিবরণ
Simple Sentence: He is too young to drive a car.
Compound Sentence: He is very young and cannot drive a car.
Too + to যুক্ত Simple Sentence কে Compound Sentence-এ রূপান্তর করার নিয়ম:
-
Too এর পরিবর্তে very ব্যবহার করতে হবে।
-
to এর পরিবর্তে and ব্যবহার করতে হবে।
-
Tense অনুযায়ী cannot / could not বসাতে হবে।
-
to এর পরের অংশকে compound sentence-এর পরবর্তী clause-এ স্থাপন করতে হবে।
অধিক উদাহরণ:
-
Simple sentence: He is too busy to attend the meeting.
-
Compound sentence: He is very busy and cannot attend the meeting.

0
Updated: 1 day ago
Select the right compound structure of the sentence: "Though he is poor, he is honest".
Created: 2 weeks ago
A
He is poor and honest
B
As he is poor, he is honest
C
He is poor but honest
D
Since he is poor, he is honest
Complex Sentence কে Compound Sentence-এ রূপান্তর
যদি একটি complex sentence “Though/Although” দিয়ে শুরু হয়, এবং এতে দুটি বিপরীত অর্থের ভাব প্রকাশ পায়, তাহলে আমরা এটিকে compound sentence-এ রূপান্তর করতে but বা yet ব্যবহার করি।
-
অর্থাৎ:
Complex sentence: Though + [বিপরীত ভাবের clause 1], [main clause 2]
Compound sentence: [Clause 1] + but/yet + [Clause 2]
উদাহরণ:
-
Complex: Though he is poor, he is honest.
Compound: He is poor but honest. -
Complex: Though he was a rich man, he led a simple life.
Compound: He was a rich man yet he led a simple life.
উৎস: Swan, M. (2005). Practical English Usage. Oxford University Press.

0
Updated: 2 weeks ago
Read attentively to make a good result. (Compound)
Created: 3 weeks ago
A
You read attentively or make a good result.
B
Read attentively for making a good result.
C
Read attentively and you will make a good result.
D
Read attentively and you can make a good result.
The correct answer is - গ) Read attentively and you will make a good result.
Simple Sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win ইত্যাদি) কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ করে, অথবা যদি in order to ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যটিকে Compound Sentence-এ রূপান্তর করার সময় নিচের নিয়ম অনুসরণ করতে হয়:
- to + verb থাকলে, "to" বাদ দিতে হবে এবং বাক্যটির পূর্বের অংশটিকে Imperative Sentence (আদেশমূলক বাক্য) হিসেবে রূপান্তর করতে হবে।
- এরপর "and (you will)" বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশটি যুক্ত করতে হবে।
- in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় “and (you will)” বসাতে হবে।
• Examples:
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed.
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money.
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options
ক) You read attentively or make a good result.
"or" দিলে অর্থ হয় "পড়ো নয়তো ভালো ফল করো", যা বিপরীত ও ভুল।
খ) Read attentively for making a good result.
এটি complex বা simple sentence, compound নয়।
ঘ) Read attentively and you can make a good result.
"can" সম্ভাবনা বোঝায়, কিন্তু মূল বাক্যে নিশ্চিত ফলাফল বোঝানো হয়েছে, তাই "will" সঠিক।

0
Updated: 3 weeks ago
Do it in order to get money. (compound)
Created: 4 weeks ago
A
Do it and getting money.
B
You should do it or you get money.
C
Do it and you will get money.
D
If you do it, you will get money.
The correct answer is - গ) Do it and you will get money.
Simple Sentence-এ যদি to + verb (যেমন: to succeed, to pass, to win ইত্যাদি) কোনো উদ্দেশ্য (purpose) প্রকাশ করে, অথবা যদি in order to ব্যবহৃত হয়, তাহলে এই বাক্যটিকে Compound Sentence-এ রূপান্তর করার সময় নিচের নিয়ম অনুসরণ করতে হয়:
- to + verb থাকলে, "to" বাদ দিতে হবে এবং বাক্যটির পূর্বের অংশটিকে Imperative Sentence (আদেশমূলক বাক্য) হিসেবে রূপান্তর করতে হবে।
- এরপর "and (you will)" বসিয়ে বাক্যের দ্বিতীয় অংশটি যুক্ত করতে হবে।
- in order to + verb থাকলে, “in order to”-র জায়গায় “and (you will)” বসাতে হবে।
• Examples:
Simple: Do it in order to get money.
Compound: Do it and (you will) get money.
Simple: You must work hard in order to succeed.
Compound: Work hard and you will succeed.
Simple: Study hard in order to pass the exam.
Compound: Study hard and (you will) pass the exam.
Other options:
ক) Do it and getting money.
- এখানে “getting money” একটি present participle phrase, যা একটি পূর্ণ sentence নয়।
- Compound sentence গঠনের জন্য দুটি independent clause দরকার, কিন্তু এই বাক্যে দ্বিতীয় অংশটি পূর্ণ clause হয়নি।
- তাই বাক্যটি ভুল।
খ) You should do it or you get money.
- এটি grammatical structure অনুযায়ী দেখতে compound sentence হলেও, “or” ব্যবহারের কারণে অর্থ হয়ে যায়: “তুমি এটা করো, না হলে তুমি টাকা পাবে।”
- মূল simple sentence-এ উদ্দেশ্য (purpose) বোঝানো হয়েছিল (“in order to get money”), কিন্তু এখানে বিকল্প বা বিপরীত ফলাফল বোঝাচ্ছে।
ঘ) If you do it, you will get money.
- এটি একটি complex sentence, কারণ এখানে “If” একটি subordinating conjunction।
- “If you do it” - এটি একটি dependent clause, যা একা অর্থপূর্ণ নয়।

0
Updated: 4 weeks ago