The passive voice of: People elected him president.
A
President was elected by people.
B
He was being elected president by people.
C
He was elected president by people.
D
He has been elected president by people.
উত্তরের বিবরণ
Active Voice: People elected him president.
Passive Voice: He was elected president by people.
Factitive Object / Complementary Object যুক্ত Active Voice কে Passive Voice-এ পরিবর্তনের নিয়ম:
-
প্রদত্ত Pronominal object (me, us, you, them, him, her) বা নামবাচক object কে Subjective form হিসেবে বসাতে হবে।
-
Tense ও person অনুযায়ী auxiliary verb বসাতে হবে।
-
মূল verb এর past participle ব্যবহার করতে হবে।
-
Factitive object বসাতে হবে।
-
by বসিয়ে মূল Subject-এর objective form বসাতে হবে।
Factitive Object:
-
কিছু transitive verb যেমন: select, elect, nominate, make, call, name ইত্যাদি verb-এর object থাকা সত্ত্বেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না।
-
পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত object প্রয়োজন। এই অতিরিক্ত object-কে Factitive Object বলা হয়।
-
উদাহরণ: We made him captain.
-
এখানে him হলো object, captain হলো factitive object।
-
Passive Voice উদাহরণ:
-
Active: We made him captain.
-
Passive: He was made captain by us.
0
Updated: 1 month ago
She made him laugh. (make it passive)
Created: 1 month ago
A
He was made to be laugh by her.
B
He was made to laughed by her.
C
He was made to being laugh by her.
D
He was made to laugh by her.
Make, See, Feel, Let, Know, Heed, Bid, Dare, Watch ইত্যাদি ক্রিয়া থাকলে Active Voice কে Passive Voice-এ রূপান্তরের নিয়ম হলো:
-
Active voice-এর Object Passive voice-এর Subject হিসেবে আসে।
-
Tense অনুযায়ী Auxiliary Verb বসানো হয়।
-
মূল ক্রিয়ার Past Participle ফর্ম ব্যবহার করা হয়।
-
এই বিশেষ ক্রিয়াগুলোর পর Active Voice-এ সাধারণত to বাদ যায়, কিন্তু Passive Voice-এ তাদের পর to বসানো হয় এবং দ্বিতীয় ক্রিয়ার Present Form ব্যবহার করা হয়।
-
একমাত্র Let ক্রিয়ার ক্ষেত্রে Active এবং Passive Voice-এ to বসানো হয় না।
-
Passive Voice-এ Active Voice-এর Subject by দিয়ে Object হিসেবে আসে।
-
উদাহরণ:
-
Active Voice: She made him laugh.
-
Passive Voice: He was made to laugh by her.
-
0
Updated: 1 month ago
A lion may be helped even by a little mouse.
Created: 2 months ago
A
A little mouse may even help a lion.
B
Even a little mouse may help a lion.
C
A little mouse can even help a lion.
D
Even a little mouse ought to help a lion.
Passive Voice থেকে Active Voice করার নিয়ম
-
Passive এর Object → Active এর Subject হয়।
(যাকে নিয়ে কাজ হচ্ছে, সে হয়ে যায় Active এর কর্তা।) -
Tense অনুযায়ী Auxiliary Verb ঠিক রাখতে হয়।
(যেমন: is, was, will, may ইত্যাদি আগের মতোই থাকবে।) -
Passive-এর Verb এর যেই form থাকে, Active-এও সেই অনুযায়ী মূল verb বসবে।
(যেমন: helped → help) -
Passive-এর Subject → Active এর Object হয়ে যায় এবং verb-এর পরে বসে।
(যেমন: A lion → a lion) -
‘By’, ‘with’, ‘to’, ইত্যাদি Preposition তুলে দেওয়া হয়।
(যেমন: by a little mouse → শুধু a little mouse) -
অতিরিক্ত 'be' verb থাকলে সেটা বাদ যাবে।
(যেমন: may be helped → may help)
উদাহরণ:
-
Passive Voice: A lion may be helped even by a little mouse.
-
Active Voice: Even a little mouse may help a lion.
বিশেষ টিপস:
যেহেতু “even” কথাটি “a little mouse”-কে জোর দিতে ব্যবহার হয়েছে, তাই “even” থাকবে “a little mouse”-এর আগে।
0
Updated: 2 months ago
Change the following Active Voice:
Who wrote this book?
Created: 1 month ago
A
Was this book written by whom?
B
By whom this book was written?
C
This book was written by whom?
D
By whom was this book written?
Who যুক্ত Interrogative Sentence-এর Active voice কে Passive voice করার নিয়ম:
-
“Who” এর পরিবর্তে প্রথমে By whom বসে।
-
Tense ও person অনুযায়ী Auxiliary Verb বসে।
-
Auxiliary Verb দুইটি হলে প্রথমটি subject-এর আগে এবং দ্বিতীয়টি subject-এর পরে বসে।
-
Active voice-এর object টি Passive voice-এর subject হিসেবে বসে।
-
মূল verb-এর past participle + verb-এর সাথে সংযুক্ত preposition + (?) বসে।
More examples:
-
Active: Who is calling me?
-
Passive: By whom am I being called?
Correct Answer: D) By whom was this book written?
0
Updated: 1 month ago