By no means
-
English Meaning: not at all / certainly not
-
Bangla Meaning: কোনোভাবেই না
-
Example Sentence: The outcome is by no means guaranteed.
-
-
Other options:
-
By hook or by crook
-
English Meaning: by any possible means
-
Bangla Meaning: সম্ভব যেকোনো উপায়ে
-
Example Sentence: I decided I was going to get that job by hook or by crook.
-
-
By nature
-
English Meaning: essentially or innately
-
Bangla Meaning: স্বভাবতঃ বা সহজাত
-
Example Sentence: Zico is by nature a kind man.
-
-
By order
-
English Meaning: according to directions given by the proper authority
-
Bangla Meaning: কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী
-
Example Sentence: He was released from prison by order of the court.
-
-
What does “well-off” mean?
A
To repair something quickly
B
A type of clothing
C
Sudden destructione
D
The state or condition of being rich
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) The state or condition of being rich
Well-off
-
ইংরেজি অর্থ: rich / the state or condition of being well off; (বর্তমানে) বিশেষ করে ধনসম্পদ, সমৃদ্ধি।
-
বাংলা অর্থ: স্বচ্ছল।
-
উদাহরণ বাক্য: She is well-off and can afford to travel around the world.
-
বাক্যের বাংলা অর্থ: তিনি স্বচ্ছল, তাই বিশ্বভ্রমণ করতে পারেন।
0
Updated: 1 month ago
Related MCQ
What is the meaning of the phrase 'By no means'?
Created: 1 month ago
A
Certainly not.
B
By any possible means.
C
Essentially or innately.
D
According to directions
0
Updated: 1 month ago
In the phrase "A terrible beauty is born," which literary device is being used?
Created: 1 month ago
A
Simile
B
Oxymoron
C
Metaphor
D
Pun
Oxymoron
-
সংজ্ঞা: Oxymoron হলো একটি figure of speech, যেখানে দুইটি পরস্পরবিরোধী বা বিপরীতার্থক শব্দ পাশাপাশি ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিশেষ কোনো ভাব বা অর্থ প্রকাশ করা হয়।
-
উদাহরণ: W.B. Yeats-এর কবিতা Easter, 1916 থেকে:
"A terrible beauty is born."
এখানে terrible (ভয়ানক) এবং beauty (সুন্দর) শব্দ দুটি একসাথে ব্যবহৃত হয়েছে।
অন্য অলঙ্কারের পার্থক্য:
-
Simile (উপমা)
-
দুইটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা।
-
সাধারণত as বা like ব্যবহার হয়।
-
উদাহরণ: “Her eyes were like stars.”
-
-
Metaphor (রূপক)
-
দুটি ভিন্ন জিনিসের মধ্যে সরাসরি তুলনা।
-
Like বা as ব্যবহার হয় না।
-
উদাহরণ: “Time is a thief.”
-
-
Pun (শব্দের কৌতুক)
-
শব্দের বিভিন্ন অর্থ বা উচ্চারণের উপর ভিত্তি করে রসাত্মকতা তৈরি করা।
-
উদাহরণ: “I used to be a banker, but I lost interest.”
-
0
Updated: 1 month ago