কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
A
চলতি ভাষা
B
কথ্যভাষা
C
লেখ্যভাষা
D
সাধুভাষা
উত্তরের বিবরণ
সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত। সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল।

0
Updated: 1 day ago
একাদশে বৃহস্পতি কী?
Created: 2 weeks ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
একাদশে বৃহস্পতি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়।

0
Updated: 2 weeks ago
পত্র শব্দটির আভিধানিক ও ব্যবহারিক অর্থ কী?
Created: 1 day ago
A
যোগাযোগ
B
বিনিময়
C
চিহ্ন বা স্মারক
D
সংযোগ
পত্র শব্দের আভিধানিক অর্থ - চিহ্ন বা স্মারক। সুলিখিত পত্র অনেক সময় সাহিত্যের মর্যাদা লাভ করে। পত্র লেখার বিভিন্ন নিয়ম রয়েছে। সবগুলো নিয়ম না মানলে পত্র লেখার উদ্দেশ্য ব্যাহত হয়।
পত্র বিভিন্ন প্রকার যেমন: মানপত্র, অভিনন্দন পত্র, স্মারকপত্র, ব্যক্তিগত পত্র ইত্যাদি।

0
Updated: 1 day ago
কোনটি পারিভাষিক শব্দ?
Created: 1 week ago
A
কলেজ
B
নথি
C
রেডিও
D
অক্সিজেন
পারিভাষিক শব্দ: বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। নথি - file অম্লজান - Oxygen উদযান - hydrogen তাই সঠিক উত্তর : নথি।

0
Updated: 1 week ago