কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট?
A
চলতি ভাষা
B
কথ্যভাষা
C
লেখ্যভাষা
D
সাধুভাষা
উত্তরের বিবরণ
সাধু ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। সাধু ভাষা হলো বাংলা লেখ্য গদ্যের অপেক্ষাকৃত প্রাচীন রূপ। এর নবীন ও বর্তমানে বহুল প্রচলিত রূপটি হলো চলিত। সাধু ভাষা অনেকটা ধ্রুপদী বৈশিষ্ট্যের এবং চলিত ভাষা অপেক্ষা স্বল্প প্রাঞ্জল।
0
Updated: 1 month ago
বড় > বড্ড - এটি কোন ধরনের পরিবর্তন?
Created: 1 month ago
A
বিষমীভবন
B
সমীভবন
C
ব্যঞ্জনদ্বিত্ব
D
ব্যঞ্জন-বিকৃতি
দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জনদ্বিত্ব হলো এমন একটি ঘটনা যেখানে কখনো কখনো শব্দের মধ্যে থাকা ব্যঞ্জনধ্বনিটি জোর দেওয়ার জন্য দুইবার উচ্চারিত হয়। এটি শব্দের স্বাভাবিক ধ্বনির তুলনায় অতিরিক্ত জোর প্রদর্শন করে।
-
যেমন, পাকা শব্দটি উচ্চারিত হয় পাক্কা হিসেবে;
-
সকাল শব্দটি উচ্চারিত হয় সক্কাল হিসেবে;
-
অনুরূপভাবে, বড় শব্দটি উচ্চারিত হয় বড্ড হিসেবে।
এই নিয়মটি বাংলা ভাষার উচ্চারণে বিশেষভাবে দেখা যায় এবং এটি বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ।
0
Updated: 1 month ago
‘মহাকীর্তি’ – এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Created: 1 month ago
A
মহতী যে কীর্তি
B
মহা যে কীর্তি
C
মহান যে কীর্তি
D
মহান কীর্তি যার
মহাকীর্তি সমাসটি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান হয়। পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। যেমন: মহতী যে কীর্তি - মহাকীর্তি।
0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
মাথা ব্যথা
B
মাথা ঘামান
C
মাথা ধরা
D
মাথা দেয়া
মাথা ব্যথা এটি একটি উপসর্গ বা লক্ষণ, তবে সরাসরি রোগ নয়।
-
মাথা ঘামান মানসিক পরিশ্রম করা বা চিন্তায় মগ্ন হওয়া বোঝায়, রোগ নয়।
-
মাথা ধরা বাংলা ভাষায় এটি মাথাব্যথা বা মাইগ্রেনজনিত অসুস্থতার সমার্থক, অর্থাৎ রোগ নির্দেশক শব্দ।
-
মাথা দেওয়া আত্মসমর্পণ বা সঁপে দেওয়া বোঝায়, রোগ নয়।
তাই “মাথা ধরা” শব্দটিই রোগ অর্থে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 1 month ago