নিচের কোনটি তৎসম শব্দ?
A
চাঁদ
B
ভবন
C
বাল্তি
D
হরতাল
উত্তরের বিবরণ
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে।
কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করতে হয়। বাংলা সাধু ভাষার বেশিরভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

0
Updated: 1 day ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 3 weeks ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।

0
Updated: 3 weeks ago
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
Created: 6 days ago
A
কুলটা
B
অধ্যাপক
C
মহৎ
D
ঢাকী
• নিত্য পুরুষবাচক শব্দ:
-
নিত্য পুরুষবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল পুরুষকে নির্দেশ করে।
-
উদাহরণ: ঢাকী, কবিরাজ, কৃতদার, অকৃতদার ইত্যাদি।
• নিত্য স্ত্রীবাচক শব্দ:
-
নিত্য স্ত্রীবাচক শব্দ হলো এমন কিছু শব্দ যা কেবল নারীকে নির্দেশ করে।
-
উদাহরণ: এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।
অন্য উদাহরণ:
-
কুলটা – নিত্য স্ত্রীবাচক শব্দ
-
অধ্যাপক – অধ্যাপিকা
-
মহৎ – মহতী
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 6 days ago
নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
Created: 1 month ago
A
গিন্নী
B
হস্ত
C
গঞ্জ
D
তসবি
গিন্নি-অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ, কেষ্ট। অন্যদিকে, সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

0
Updated: 1 month ago