হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
A
বিস্ময়
B
দাঁড়ি
C
কমা
D
হাইফেন
উত্তরের বিবরণ
বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!): হৃদয়াবেগ প্রকাশ করতে এ চিহ্নটি বসে। সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো; কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে।
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (। ): বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়।
কমা বা পাদচ্ছেদ (, ): বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন— সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
হাইফেন বা সংযোগ চিহ্ন ( - ): সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়।

0
Updated: 1 day ago
বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি?
Created: 1 week ago
A
৯ টি
B
১০ টি
C
১১ টি
D
১২ টি
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 1 week ago
সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
Created: 1 week ago
A
কমা
B
দাঁড়ি
C
কোলন
D
সেমিকোলন
সম্বোধন এর পর বসে কমা (,) বাক্যের শেষে বসে দাড়ি।

0
Updated: 1 week ago
‘কমা’ কোথায় বসে?
Created: 1 month ago
A
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
B
প্রশ্ন বোঝানোর জন্য
C
সম্বোধন পদের পর
D
কোনো অপূর্ণ বাক্যের পর
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।

0
Updated: 1 month ago