হৃদয়াবেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন বসে?
A
বিস্ময়
B
দাঁড়ি
C
কমা
D
হাইফেন
উত্তরের বিবরণ
বিস্ময় ও সম্বোধন চিহ্ন (!): হৃদয়াবেগ প্রকাশ করতে এ চিহ্নটি বসে। সম্বোধন পদের পর বিস্ময়সূচক চিহ্ন ব্যবহৃত হতো; কিন্তু আধুনিক নিয়মে সম্বোধন স্থলে কমা বসে।
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ (। ): বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়।
কমা বা পাদচ্ছেদ (, ): বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন— সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
হাইফেন বা সংযোগ চিহ্ন ( - ): সমাসবদ্ধ পদগুলোকে আলাদা করে দেখানোর জন্য এটি ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়-
Created: 1 month ago
A
প্রত্যক্ষ উক্তির জন্য
B
উদ্ধারণ চিহ্নের পূর্বে
C
বিলুপ্ত বর্ণের জন্য
D
সমাসবদ্ধ পদের জন্য
ইলেক বা লোপ চিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই। কোন বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য (') লোপ চিহ্ন দেয়া হয়। যেমন: মাথার 'পরে জ্বলছে রবি। ('পরে = ওপরে)
0
Updated: 1 month ago
উদ্ধৃতি চিহ্ন কত প্রকার?
Created: 1 month ago
A
তিন প্রকার
B
দুই প্রকার
C
চার প্রকার
D
পাঁচ প্রকার
উদ্ধতি চিহ্ন দুই প্রকার। যথা:( ', , , , , , , ') এবং (", , , , , , , , ")। বক্তার প্রত্যক্ষ উক্তি কে (", , , , , , ") এই চিহ্নের অন্তর্ভুক্ত করতে হয়।
0
Updated: 1 month ago
‘কমা’ কোথায় বসে?
Created: 2 months ago
A
বাক্যের মাঝে কোনো পদ ব্যাখ্যা করার জন্য
B
প্রশ্ন বোঝানোর জন্য
C
সম্বোধন পদের পর
D
কোনো অপূর্ণ বাক্যের পর
বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ - বিভাগ দেখাবার জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ এক সঙ্গে বসলে শেষ পদটি ছাড়া বাকি সবগুলোর পরই কমা বসবে।
0
Updated: 2 months ago