বাক্যে সেমিকোলন (;) থাকলে কতক্ষণ থামতে হয়?
A
১ বলার যে সময় লাগে
B
এক সেকেন্ডে
C
১ বলার দ্বিগুণ সময়
D
থামার প্রয়োজন নাই
উত্তরের বিবরণ
বাংলা ব্যাকরণে সেমিকোলন (;) ব্যবহার করা হয় পূর্ণচ্ছেদের (।) চেয়ে ছোট এবং কমার (,) চেয়ে বড় বিরতি বোঝাতে।
-
কমা (,) এ থামা হয় ছোট সময়ের জন্য, প্রায় ১ বলার সময়।
-
সেমিকোলন (;) এ থামা হয় কমার তুলনায় দ্বিগুণ সময়, অর্থাৎ ১ বলার দ্বিগুণ সময়।
-
পূর্ণচ্ছেদ (।) এ থামা হয় আরও বেশি সময়, প্রায় এক সেকেন্ড।
তাই, সেমিকোলনে থামতে হয় কমার থেকে একটু বেশি, কিন্তু পূর্ণচ্ছেদের থেকে কম সময়।
0
Updated: 1 month ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
Created: 2 months ago
A
দাঁড়ি
B
কোলন
C
প্রশ্ন চিহ্ন
D
বিস্ময় চিহ্ন
প্রান্তিক বিরাম চিহ্ন ৪টি। যেমন: ১/দাঁড়ি /পূর্ণচ্ছেদ ২/প্রশ্নবোধক চিহ্ন ৩/বিস্ময় /সম্বোধন চিহ্ন ৪/ ডাবল দাঁড়ি / পূর্ণচ্ছেদ।
0
Updated: 2 months ago
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন-
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
মাইকেল মধুসূদন দত্ত
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম যতি চিহ্ন ব্যবহার করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ হলো - - সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, বোধোদয় ইত্যাদি
0
Updated: 1 month ago
বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে?
Created: 3 weeks ago
A
হাইফেন
B
কমা
C
দাঁড়ি
D
লোপ চিহ্ন
বাংলা ভাষায় কতগুলো যতি বা চিহ্ন আছে। এরমধ্যে ‘কমা বা পদচ্ছেদ’ একটি। বাড়ি বা রাস্তার নম্বরের পরে সাধারণত এই যতি চিহ্নটি ব্যবহৃত হয়ে থাকে। কমা ব্যবহারের ফলে সাধারণত ১ (এক) বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় বিরতির প্রয়োজন হয়।
এছাড়াও যেসব ক্ষেত্রে ‘কমা’ চিহ্ন ব্যবহার করা যায়- ১. বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থবিভাগ দেখানোর জন্য যেখানে স্বল্প বিরতির প্রয়োজন, সেখানে কমা ব্যবহৃত হয়। যেমন- সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে। ২. পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক বিশেষ্য বা বিশেষণ পদ একসঙ্গে বসলে শেষ পথটি ছাড়া বাকি সবগুলোর পরেই কমা বসবে।যেমন সুখ, আশা, নৈরাশ্য। ৩. সম্বন্ধনের পরে কমা বসাতে হবে । যেমন- রশিদ, এদিকে এসো। ৪. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডবাক্যের পরে কমা বসবে। যেমন— কাল যে লোকটি এসেছিল, সে আমার পূর্বপরিচিত। ৫. উদ্ধরণ চিহ্নের পূর্বে (খণ্ডবাক্যের শেষে) কমা বসাতে হবে। যেমন— সাহেব বললেন, “ছুটি পাবেন না।
৬. মাসের তারিখ লিখতে বার ও মাসের পর ‘কমা’ বসবে। যেমন— ১৬ই পৌষ, বুধবার, ১৩৯৯ সন। ৭. বাড়ি বা রাস্তার নম্বরের পরে কমা বসবে। যেমন— ৬৮, নবাবপুর রোড, ঢাকা-১০০০। ৮. নামের পরে ডিগ্রিসূচক পরিচয় সংযোজিত হলে সেগুলোর প্রত্যেকটির পরে কমা বসবে। যেমন— ডক্টর মুহম্মদ এনামুল হক, এম.এ. পি-এইচ.ডি।
0
Updated: 3 weeks ago