ব্যাসবাক্যের অপর নাম কী?
A
বিগ্রহ বাক্য
B
উত্তরপদ
C
পূর্বপদ
D
সমস্ত পদ
উত্তরের বিবরণ
ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য, ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য।

0
Updated: 1 day ago
নিচের কোনটি অশুদ্ধ?
Created: 2 weeks ago
A
অহিংস - সহিংস
B
প্রসন্ন - বিষণ্ণ
C
দোষী - নির্দোষী
D
নিষ্পাপ - পাপিনী
বাংলা ভাষায় শব্দের বিপরীত রূপ সবসময় গঠনগতভাবে মিলিয়ে বানানো হয় না। অনেক সময় আমরা ভুল করে দুটো শব্দকে জোড়া দিই, কিন্তু তা সঠিক হয় না। যেমন—
-
"দোষী-নির্দোষী" লেখা অশুদ্ধ।
সঠিক হলো: দোষী ↔ নির্দোষ (অর্থাৎ দোষ আছে যার / দোষ নেই যার)।
আরও কিছু সঠিক বিপরীত শব্দের উদাহরণ—
-
প্রসন্ন ↔ বিষণ্ন
-
অহিংস ↔ সহিংস
-
নিষ্পাপ ↔ পাপী/পাপিনী
এভাবে দেখা যায়, সঠিক বিপরীত শব্দ ব্যবহারের মাধ্যমে অর্থ স্পষ্ট হয়।
উৎস: ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
Created: 22 hours ago
A
আবেদনপত্র
B
চুক্তিপত্র
C
মানপত্র
D
স্মারকলিপি
সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে অভাব - অভিযােগ, সমস্যা নিরসনে অথবা সুযােগ - সুবিধা প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র।

0
Updated: 22 hours ago
'সবুজপত্র' প্রকাশিত হয় কোন সালে?
Created: 3 weeks ago
A
১৯০৯
B
১৯১০
C
১৯১৪
D
১৯২১
সবুজপত্র পত্রিকা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতি প্রথম প্রবর্তন করেন প্রমথ চৌধুরী। তিনি ১৯১৪ সালে (বৈশাখ ১৩২১ বঙ্গাব্দ) মাসিক ‘সবুজপত্র’ পত্রিকা প্রকাশ শুরু করেন, যা প্রায় ১৩ বছর ধরে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকার মাধ্যমেই বাংলা সাহিত্যে চলিত রীতি প্রতিষ্ঠা পায়।
প্রমথ চৌধুরী
-
বাংলা ভাষার সাধু ও চলিত রূপ নিয়ে প্রথম তুলনামূলক আলোচনা করেন প্রমথ চৌধুরী।
-
তিনি ছিলেন চলিত গদ্যের প্রবর্তক ও একাধারে বিদ্রূপাত্মক প্রাবন্ধিক।
-
তাঁর ছদ্মনাম ছিল ‘বীরবল’।
-
১৯০২ সালে ভারতী পত্রিকায় প্রকাশিত ‘বীরবলের হালখাতা’ নামক প্রবন্ধে প্রথম তিনি চলিত রীতির ব্যবহার করেন।
-
বাংলা কাব্যে তিনিই প্রথম ইতালীয় সনেট রূপ প্রবর্তন করেন।
-
তাঁর সম্পাদনায় প্রকাশিত ‘সবুজপত্র’ (১৯১৪) বাংলা গদ্যে এক নতুন যুগের সূচনা করে।
প্রবন্ধগ্রন্থসমূহ
-
নানা কথা
-
আমাদের শিক্ষা
-
রায়তের কথা
-
প্রবন্ধ সংগ্রহ
-
বীরবলের হালখাতা
-
তেল-নুন-লকড়ি
গল্পগ্রন্থসমূহ
-
চার ইয়ারী কথা
-
নীললোহিত
-
আহুতি
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 3 weeks ago