সম্প্রতি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে কয়টি দেশ অংশগ্রহণ করে?
A
২০
B
২৩
C
২১
D
২২
উত্তরের বিবরণ
চিহ্নিত উত্তরটি ভুল
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে।
উৎস: ICC Cricket ওয়েবসাইট
0
Updated: 3 months ago
কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
Created: 5 months ago
A
UNV
B
DTCD
C
UNFPA
D
UNDP
UNDP
-
UNDP-এর পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি)।
-
এটি জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা হিসেবে কাজ করে।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
UNDP-এর কার্যক্রম ও ভূমিকা
-
UNDP জাতিসংঘের কারিগরি সহায়তা কার্যক্রমের সাথে জড়িত বিভিন্ন তহবিল ও সংস্থার মধ্যে সমন্বয়ের দায়িত্ব পালন করে।
-
এটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সবচেয়ে বড় মাধ্যম।
-
সংস্থাটি উন্নয়নশীল দেশগুলোতে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং নতুন সম্পদ আহরণে সহায়তা করে।
-
প্রয়োজনে আর্থিক সহায়তাও প্রদান করে।
-
স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয় সাধনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
স্বল্পোন্নত দেশ (LDC) বলতে জাতিসংঘ নির্ধারিত এমন উন্নয়নশীল দেশগুলোকে বোঝানো হয়, যাদের আর্থ-সামাজিক সূচক তুলনামূলকভাবে সবচেয়ে নিচে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য
-
UNDP জাতিসংঘের সবচেয়ে বড় উন্নয়ন সহায়তা কর্মসূচি হিসেবে বিবেচিত।
-
এটি একজন প্রশাসকের নেতৃত্বে পরিচালিত হয়, যিনি উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর প্রতিনিধিত্বকারী ৩৬ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে থাকেন।
-
মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ করে UNDP।
উৎস: UNDP-এর অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
Created: 3 months ago
A
হাঙ্গেরি
B
জার্মানি
C
পোল্যান্ড
D
ব্রিটেন
জাতিসংঘ সনদ (UN Charter) হচ্ছে জাতিসংঘের মূল গঠনতন্ত্র, যা এই আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্য, নীতি ও কার্যপ্রণালী নির্ধারণ করে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং একটি সাংবিধানিক দলিল হিসেবে বিবেচিত হয়, যার প্রতি প্রত্যেক সদস্য রাষ্ট্রকে শ্রদ্ধা জানাতে হয়।
এ সনদটি ১৯টি অধ্যায়ে বিভক্ত এবং এতে মোট ১১১টি ধারা রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের গঠনতন্ত্রও এরই একটি অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত। সনদটির অন্যতম রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, ১৯৪৫ সালের ২৬ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। এরপর ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এ দিনটিকে এখন ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, পোল্যান্ড সম্মেলনে সরাসরি উপস্থিত না থাকলেও, পরবর্তীতে ১৫ অক্টোবর ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে। ফলে, এটি প্রতিষ্ঠাকালীন ৫১টি সদস্য রাষ্ট্রের একটি হিসেবে গণ্য হয়।
উৎস: UN ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র -
Created: 1 month ago
A
৫২টি
B
৫১টি
C
৫০টি
D
৪৯টি
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বের স্বাধীন দেশসমূহকে একত্রিত করে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে। এটি ১ জানুয়ারি ১৯৪২ সালে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্টের প্রস্তাবে প্রতিষ্ঠিত হয়। সদর দফতর ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং এর স্থপতি ছিলেন ডব্লিউ. হ্যারিসন।
• জাতিসংঘ বিশ্বের স্বাধীন দেশসমূহের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা।
• সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• ইউরোপীয় কার্যালয়: জেনেভা, সুইজারল্যান্ড।
• জাতিসংঘ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে।
• প্রতিষ্ঠাতা সদস্য রাষ্ট্রের সংখ্যা: ৫১টি।
গঠন সংক্রান্ত তথ্য:
• সনদ কার্যকর হওয়ার তারিখ: ২৪ অক্টোবর ১৯৪৫।
• আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়: ১৪ আগস্ট ১৯৪১।
• জাতিসংঘ দিবস পালিত হয়: ২৪ অক্টোবর।
0
Updated: 1 month ago