নিচের কোন বানানটি শুদ্ধ?
A
ক্ষুৎপীড়িত
B
ক্ষুৎপিড়িত
C
ক্ষুতপীড়িত
D
ক্ষুৎপিড়ীত
উত্তরের বিবরণ
ক্ষুৎপীড়িত শব্দটি এসেছে ক্ষুধা + পীড়িত থেকে।
-
অর্থ: ক্ষুধার যন্ত্রণায় কাতর / অনাহারে কষ্টভোগী।
-
বানানে "ক্ষুৎ" অংশে ৎ থাকবে এবং "পীড়িত" অংশে দীর্ঘ ঈ-কার (ঈ) সঠিক রূপ।
অন্য বিকল্পগুলো ভুল:
-
খ) ক্ষুৎপিড়িত → এখানে পিড়িত ভুল, সঠিক হবে পীড়িত।
-
গ) ক্ষুতপীড়িত → এখানে ৎ বাদ গেছে, যা ভুল।
-
ঘ) ক্ষুৎপিড়ীত → এখানে ঈত অংশে দ্বিরুক্ত কার (ঈত) দেওয়া ভুল।
সুতরাং, শুদ্ধ বানান হলো ক্ষুৎপীড়িত।

0
Updated: 1 day ago
কোনটি অশুদ্ধ বানান?
Created: 1 week ago
A
তিরস্কার
B
অধঃগতি
C
বিশ্রুতি
D
উদ্গিরণ
অশুদ্ধ বানান: অধঃগতি
শুদ্ধ বানান: অধোগতি
শ্রেণী: বিশেষ্য পদ
শব্দের অর্থ: নিম্নগতি, অধঃপতন
অন্যান্য প্রাসঙ্গিক শব্দ: উদ্গিরণ, বিশ্রুতি, তিরস্কার
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 1 week ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 week ago
A
শ্রদ্ধাঞ্ছলী
B
দারিদ্রতা
C
বৈশিষ্ট
D
উপর্যুক্ত
শুদ্ধ বানান- শ্রদ্ধঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি বানানে ই কার হবে। দারিদ্রতা > সঠিক বানান দরিদ্রতা / দারিদ্র্য। অশুদ্ধ বানান: বৈশিষ্ট। শুদ্ধ বানান: বৈশিষ্ট্য।

0
Updated: 1 week ago
নিচের কোনটি সঠিক বাক্য?
Created: 1 month ago
A
এ কথা প্রমাণ হয়েছে।
B
ঘটনা বর্ণিত হয়েছে।
C
বিধি লঙ্ঘন হয়েছে।
D
তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• অশুদ্ধ বাক্য- এ কথা প্রমাণ হয়েছে।
• শুদ্ধ বাক্য- এ কথা প্রমাণিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য- বিধি লঙ্ঘিত হয়েছে।
• অশুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
• শুদ্ধ বাক্য- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

0
Updated: 1 month ago