The Ottawa Treaty was adopted to prohibit the use of which weapons?
A
Nuclear weapons
B
Landmines
C
Heavy bombers
D
Biological weapons
উত্তরের বিবরণ
অটোয়া চুক্তি (Ottawa Treaty):
-
অটোয়া চুক্তি ১৯৯৭ সালে গৃহীত হয়, যার উদ্দেশ্য স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধ করা।
-
১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর কানাডার অটোয়ায় চুক্তিটি গৃহীত হয়।
-
এটি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
-
চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়।
-
বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।

0
Updated: 1 day ago
‘ডেটন চুক্তি’ আনুষ্ঠানিকভাবে কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
Created: 2 days ago
A
মিউনিখ
B
প্যারিস
C
নিউইয়র্ক
D
আলাক্সা
ডেটন চুক্তি – সংক্ষিপ্ত তথ্য
-
পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
-
প্রেক্ষাপট:
-
নব্বইয়ের দশকে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ ছিল সবচেয়ে ভয়ঙ্কর সামরিক সংঘাত
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির পরাজয়ের প্রভাব ও ইউরোপের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংঘটিত
-
-
স্বাক্ষর ও তারিখ:
-
প্রাথমিক স্বাক্ষর: ২১ নভেম্বর, ১৯৯৫ (ডেটন, ওহাইও, যুক্তরাষ্ট্র)
-
আনুষ্ঠানিক স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ (প্যারিস, ফ্রান্স)
-
-
চুক্তি স্বাক্ষরকারী পক্ষ:
-
বসনিয়া ও হার্জেগোভিনা – প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
ক্রোয়েশিয়া – প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়া – প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (পরে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা)
-
-
মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
-
প্রধান নেতৃত্ব: মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক
-
উদ্দেশ্য ও মূল শর্ত:
-
পক্ষগুলো পরস্পরকে স্বীকৃতি দেবে
-
জাতিগত ঐক্য বজায় রাখবে
-
একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে
-
শান্তি চুক্তি বাস্তবায়নে সকল পক্ষ সহযোগিতা করবে
-
ডেটন চুক্তি বসনিয়া-হার্জেগোভিনার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার মূল দিক নির্দেশ করে এবং ইউরোপীয় সংঘাত সমাধানে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া হিসেবে বিবেচিত।

0
Updated: 2 days ago
‘ডেটন চুক্তি’ আনুষ্ঠানিকভাবে কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
Created: 2 days ago
A
মিউনিখ
B
প্যারিস
C
নিউইয়র্ক
D
আলাক্সা
ডেটন চুক্তি – সংক্ষিপ্ত তথ্য
-
পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
-
প্রেক্ষাপট:
-
নব্বইয়ের দশকে বসনিয়া ও হার্জেগোভিনার যুদ্ধ ছিল সবচেয়ে ভয়ঙ্কর সামরিক সংঘাত
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মানির পরাজয়ের প্রভাব ও ইউরোপের রাজনৈতিক অস্থিরতার মধ্যে সংঘটিত
-
-
স্বাক্ষর ও তারিখ:
-
প্রাথমিক স্বাক্ষর: ২১ নভেম্বর, ১৯৯৫ (ডেটন, ওহাইও, যুক্তরাষ্ট্র)
-
আনুষ্ঠানিক স্বাক্ষর: ১৪ ডিসেম্বর, ১৯৯৫ (প্যারিস, ফ্রান্স)
-
-
চুক্তি স্বাক্ষরকারী পক্ষ:
-
বসনিয়া ও হার্জেগোভিনা – প্রেসিডেন্ট এলিজা আইজেবগোভিচ
-
ক্রোয়েশিয়া – প্রেসিডেন্ট ফ্রানজো তুজমান
-
সার্বিয়া – প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসেভিচ (পরে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা)
-
-
মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
-
প্রধান নেতৃত্ব: মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক
-
উদ্দেশ্য ও মূল শর্ত:
-
পক্ষগুলো পরস্পরকে স্বীকৃতি দেবে
-
জাতিগত ঐক্য বজায় রাখবে
-
একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকবে
-
শান্তি চুক্তি বাস্তবায়নে সকল পক্ষ সহযোগিতা করবে
-
ডেটন চুক্তি বসনিয়া-হার্জেগোভিনার যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার মূল দিক নির্দেশ করে এবং ইউরোপীয় সংঘাত সমাধানে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়া হিসেবে বিবেচিত।

0
Updated: 2 days ago
ডেটন চুক্তি'র (Dayton Agreement) মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে?
Created: 5 days ago
A
কসোভো যুদ্ধ
B
বসনিয়ান যুদ্ধ
C
ক্রোয়েশিয়ান যুদ্ধ
D
স্লোভেনিয়ান যুদ্ধ
ডেটন চুক্তি (Dayton Agreement)
• পূর্ণরূপ: The General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina
• স্বাক্ষর তারিখ: ১৪ ডিসেম্বর, ১৯৯৫
• স্বাক্ষর স্থান: প্যারিস, ফ্রান্স
• পক্ষসমূহ: বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, সার্বিয়া
• মধ্যস্থতাকারী: তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন
• শান্তি আলোচনার নেতৃত্বে: প্রধান মার্কিন শান্তি আলোচনাকারী রিচার্ড হলব্রুক
• উদ্দেশ্য: তিন বছর ধরে চলা রক্তক্ষয়ী বসনিয়া যুদ্ধের অবসান এবং সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা সমস্যা সমাধান
সূত্র: OSCE.org, Britannica

0
Updated: 5 days ago