একজন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন -
A
চার্চিল
B
কিসিঞ্জার
C
দ্য গল
D
রুজভেল্ট
উত্তরের বিবরণ
উইনস্টন চার্চিল ছিলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও লেখক, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
তার নেতৃত্ব ও দৃঢ় প্রত্যয়ে ব্রিটেন যুদ্ধকালে দৃঢ় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়। ১৯৫৩ সালে সাহিত্যের ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল পুরস্কারে সম্মানিত হন।
চার্চিলের রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান দীর্ঘকাল স্মরণীয় থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্টের সঙ্গে একত্রে আটলান্টিক সনদে স্বাক্ষর করেন, যা যুদ্ধকালীন সহায়তা ও ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্ব বহন করে।
তার সাংস্কৃতিক উপলব্ধির অংশ হিসেবে, তিনি আফ্রিকার দেশ উগান্ডার সৌন্দর্য, বৈচিত্র্য ও বন্যপ্রাণীর সমৃদ্ধির কারণে উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' নামে অভিহিত করেছিলেন।
উৎস: Britannica.
0
Updated: 4 months ago
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
Created: 3 months ago
A
আর কে নারায়ণন
B
অরুন্ধতি রায়
C
হারমান হেস
D
গুন্টার গ্রাস
১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস, যার বিখ্যাত উপন্যাস ‘দি টিন ড্রাম’-এর জন্য তিনি এই সম্মান পান।
তবে চলতি বছর ২০২৪ সালের নোবেল বিজয়ীদের তালিকাও অত্যন্ত গুরুত্বপুর্ণ, যেখানে রয়েছে:
-
সাহিত্য: হান কাং
-
চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান
-
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন
-
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার
-
অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন
-
শান্তি: জাপানের সংস্থা নিহন হিদানকিও
উল্লেখ্য, এই তথ্যগুলো Nobel Prize ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।
0
Updated: 3 months ago
কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
Created: 1 week ago
A
ইয়াসির আরাফাত
B
নাগীব মাহফুজ
C
আনোয়ার সাদাত
D
প্রফেসর আব্দুস সালাম
নোবেল পুরস্কারে প্রথম মুসলিম মনীষীর নাম আনোয়ার সাদাত।
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ক্যাম্প-ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে মিশর ও ইসরায়েলের দীর্ঘদিনের বিরোধ বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি হয়। এই ঐতিহাসিক চুক্তির জন্য মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাহেন বেগিন একই বছর নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত হন। আনোয়ার সাদাত এই হিসেবে প্রথম মুসলিম ব্যক্তি যিনি নোবেল পুরস্কার লাভ করেন।
এছাড়া,
-
প্রফেসর আব্দুস সালাম ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
১৯৯৪ সালে ইয়াসির আরাফাত ও শিমন পেরেজ যৌথভাবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল শান্তি পুরস্কার পান।
-
১৯৮৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন মিশরীয় লেখক নাগিব মাহফুজ।
তথ্যসূত্র: নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 1 week ago
এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
Created: 3 months ago
A
চারজন
B
পাঁচজন
C
ছয়জন
D
সাতজন
সঠিক উত্তর: ছয়জন
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
এ উপমহাদেশ থেকে এ যাবৎ (২০২4 সাল পর্যন্ত) মোট ৬ জন নোবেল পুরস্কার পেয়েছেন, যারা এই পুরস্কার বিভিন্ন বিভাগে অর্জন করেছেন। নিচে তাদের তালিকা দেওয়া হলো:
-
রবীন্দ্রনাথ ঠাকুর – সাহিত্যে (১৯১৩, ভারত)
-
মাদার তেরেসা – শান্তিতে (১৯৭৯, ভারত)
-
অমর্ত্য সেন – অর্থনীতিতে (১৯৯৮, ভারত)
-
মালালা ইউসুফজাই – শান্তিতে (২০১৪, পাকিস্তান)
-
আবদুস সালাম – পদার্থবিজ্ঞানে (১৯৭৯, পাকিস্তান)
-
কাইলাশ সত্যার্থী – শান্তিতে (২০১৪, ভারত)
(উল্লেখ্য: কেউ কেউ অঞ্চলভিত্তিক গণনায় আরও নাম অন্তর্ভুক্ত করতে পারেন, তবে সাধারণভাবে দক্ষিণ এশিয়া বা ভারতীয় উপমহাদেশ হিসেবে এ ৬ জনই প্রধান ও স্বীকৃত।)
0
Updated: 3 months ago