Which country will host the 2025 COP-30 conference?
A
Azerbaijan
B
Brazil
C
Qatar
D
Canada
উত্তরের বিবরণ
জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP – Conference of the Parties):
-
COP হলো একটি বৈশ্বিক জলবায়ু সম্মেলন, যার পূর্ণরূপ Conference of the Parties।
-
এটি ১৯৯২ সালে স্বাক্ষরিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন (UNFCCC)–এর অধীনে অনুষ্ঠিত হয়।
-
এই সম্মেলনের উদ্দেশ্য হলো মানবসৃষ্ট ক্ষতিকর প্রভাব মোকাবিলার মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধ করা।
-
COP সম্মেলন প্রতি বছর অনুষ্ঠিত হয়। এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে।
সাম্প্রতিক আয়োজন:
-
COP-29 অনুষ্ঠিত হয়েছে আজারবাইজানে।
-
COP-30 (২০২৫) আয়োজন করবে ব্রাজিল।

0
Updated: 1 day ago
Vulnerable Twenty (V20) is related to -
Created: 1 day ago
A
Shipping regulation
B
Agricultural development
C
Climate change
D
Foreign investment
Vulnerable 20 (V20) হলো একটি আন্তর্জাতিক ফোরাম, যা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোকে নিয়ে গঠিত। এটি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সংলাপ, নীতি নির্ধারণ এবং পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করতে কাজ করে।
-
প্রতিষ্ঠাকাল: ২০১৫ সালের অক্টোবর
-
প্রতিষ্ঠানের স্থান: লিমা, পেরু
-
V20 হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের প্ল্যাটফর্ম।
-
বাংলাদেশ ২০২০-২০২২ সালের মধ্যে গ্রুপটির সভাপতির দায়িত্ব পালন করেছে।
-
V20 জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) এর Climate Vulnerable Forum-এর সঙ্গে সরাসরি সংযুক্ত।

0
Updated: 1 day ago