The New START treaty was signed between which two countries?
A
USA & China
B
USA & Russia
C
Russia & France
D
USA & UK
উত্তরের বিবরণ
নিউ স্টার্ট চুক্তি (New START Treaty):
-
নিউ স্টার্ট চুক্তি ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সমঝোতা।
-
২০০৯ সালের ৫ ডিসেম্বর স্টার্ট-১ (START I) চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন ও রাশিয়ার পুতিন সরকার নতুন চুক্তির জন্য আলোচনা শুরু করে।
-
এর ধারাবাহিকতায় ২০১০ সালের ৮ এপ্রিল চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ নিউ স্টার্ট চুক্তিতে স্বাক্ষর করেন।
-
এটি ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। এর প্রাথমিক মেয়াদ ছিল ১০ বছর, অর্থাৎ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত।
-
পরবর্তীতে মেয়াদ বাড়ানো হলেও, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে নিউ স্টার্ট চুক্তি স্থগিতের ঘোষণা দেন।
0
Updated: 1 month ago
In which year was China forced to sign the Treaty of Nanking?
Created: 1 month ago
A
In 1842
B
In 1845
C
In 1832
D
In 1835
নানকিং চুক্তি চীনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা চীনের সঙ্গে ব্রিটেনের আফিম যুদ্ধের পর স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে চীনের ওপর বিদেশি শক্তির প্রভাব বৃদ্ধি পায় এবং ব্রিটেনের বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত হয়।
-
চীন ১৮৪২ সালে নানকিং চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হয়।
-
চুক্তিটি আফিম যুদ্ধের পর স্বাক্ষরিত হয়।
-
আফিম যুদ্ধের কারণ ছিল চীনে আফিমের চোরাচালান।
উল্লেখযোগ্য পটভূমি
-
চীনা শাসকরা ১৮৩৯ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন।
-
ব্রিটিশরা আফিম আমদানিতে অব্যাহত থাকায় চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ শুরু হয়।
-
যুদ্ধে চীনের পরাজয়ের পর ব্রিটেনের শর্ত মেনে চীনের পক্ষ থেকে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়।
0
Updated: 1 month ago
সম্প্রতি, কোন দেশ আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তির মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
রাশিয়া
B
তুরস্ক
C
ইরান
D
যুক্তরাষ্ট্র
আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি ২০২৫ সালের ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে স্বাক্ষরিত হয়। এ চুক্তি দক্ষিণ ককেশাস অঞ্চলের দীর্ঘদিনের সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
-
তারিখ ও স্থান: ৮ আগস্ট, ২০২৫, হোয়াইট হাউস (যুক্তরাষ্ট্র)
-
অংশগ্রহণকারী নেতা: আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান
-
আয়োজনের ভূমিকা: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয়
-
ফলাফল: কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতার ভিত্তি তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
-
অতিরিক্ত চুক্তি: শান্তিচুক্তির পাশাপাশি করিডোর ও বাণিজ্য ইস্যুতেও যুক্তরাষ্ট্র উভয় দেশের সাথে পৃথক চুক্তি স্বাক্ষর করে
উল্লেখযোগ্য প্রেক্ষাপট:
-
আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে বিবাদে লিপ্ত।
-
অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হলেও, ১৯৯৪ সালের যুদ্ধে আর্মেনিয়ার সমর্থিত জাতিগত আর্মেনীয় বাহিনী এর নিয়ন্ত্রণ নেয়।
-
পরবর্তী সময়ে একাধিকবার রক্তক্ষয়ী সংঘাত ঘটে দুই দেশের মধ্যে।
-
সর্বশেষ ২০২৩ সালে আজারবাইজান পুনরায় এই অঞ্চলটির নিয়ন্ত্রণ গ্রহণ করে।
0
Updated: 1 month ago
জেনেভা কনভেনশনের কোন চুক্তিটির বিষয়বস্তু ‘যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত বিধানাবলি নির্দেশ করে?
Created: 1 month ago
A
দ্বিতীয় চুক্তি
B
তৃতীয় চুক্তি
C
চতুর্থ চুক্তি
D
প্রথম চুক্তি
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত। এই কনভেনশনের আওতায় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
-
প্রথম জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধকালীন সময়ে ভূমি বা স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
-
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি: সমুদ্র বা জলের যুদ্ধে আহত, অসুস্থ এবং জাহাজডুবির শিকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। এটি ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে স্বাক্ষরিত হয়েছে।
-
তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
-
চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত।
0
Updated: 1 month ago