নিচের কোন শব্দটি রোগ অর্থে ব্যবহৃত হয়েছে?
A
মাথা ব্যথা
B
মাথা ঘামান
C
মাথা ধরা
D
মাথা দেয়া
উত্তরের বিবরণ
মাথা ব্যথা এটি একটি উপসর্গ বা লক্ষণ, তবে সরাসরি রোগ নয়।
-
মাথা ঘামান মানসিক পরিশ্রম করা বা চিন্তায় মগ্ন হওয়া বোঝায়, রোগ নয়।
-
মাথা ধরা বাংলা ভাষায় এটি মাথাব্যথা বা মাইগ্রেনজনিত অসুস্থতার সমার্থক, অর্থাৎ রোগ নির্দেশক শব্দ।
-
মাথা দেওয়া আত্মসমর্পণ বা সঁপে দেওয়া বোঝায়, রোগ নয়।
তাই “মাথা ধরা” শব্দটিই রোগ অর্থে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 1 month ago
আমার জ্বর জ্বর লাগছে- ‘জ্বর জ্বর’ শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে-
Created: 1 month ago
A
দ্বিরুক্ত শব্দ
B
সার্থক শব্দ
C
যুগ্মশব্দ
D
শব্দদ্বিত্ব
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মাণ অনুযায়ী, নবম-দশম শ্রেণির নতুন সংস্করণে দ্বিরুক্ত শব্দকে শব্দদ্বিত্ব বলা হয়েছে। তবে ৪২তম বিসিএসের প্রশ্নটি পুরাতন সংস্করণ অনুসারে তৈরি হওয়ায়, পুরাতন নিয়ম অনুযায়ী অপশন ‘ক’ (দ্বিরুক্ত শব্দ) সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।
• উদাহরণ: 'আমার জ্বর জ্বর লাগছে' – এখানে 'জ্বর-জ্বর' দ্বিরুক্ত শব্দের উদাহরণ।
• শব্দ বা পদের দ্বিরুক্তি: বাক্যে একই পদ বারবার ব্যবহার করাকে পদের দ্বিরুক্তি বলা হয়। বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে বিভিন্ন অর্থ বোঝানো হয়।
• বিশেষ্য পদের দ্বিরুক্তি এবং এর অর্থ:
-
আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, থোকা থোকা জাম
-
সামান্য বোঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি
-
পরম্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে: তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে
-
ক্রিয়া বা ক্রিয়া বিশেষণ বোঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়
-
অনুরূপ বোঝাতে: তার সঙ্গী-সাথী কেউ নেই
-
আগ্রহ বোঝাতে: সে মা মা বলে কাঁদছে
0
Updated: 1 month ago
আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।'-রবীন্দ্রনাথের এ গানে 'নিছনি' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
অপনোদন অর্থে
B
পূজা অর্থে
C
বিলানো অর্থে
D
উপহার অর্থে
‘নিছনি’ (বিশেষ্য পদ)
অর্থ— অর্ঘ্য, নিবেদন। যেমন— “যদি না দিই নিছনি সেই প্রিয় সখার পার তলে” (ড. মুহম্মদ শহীদুল্লাহ)।
এছাড়া শব্দটি রূপ, লাবণ্য, উপহার, বেশবিন্যাস অর্থেও ব্যবহৃত হয়।
তবে প্রদত্ত পঙ্ক্তিতে ‘নিছনি’ শব্দটি পূজা বা নিবেদন অর্থে ব্যবহৃত হয়েছে।
‘অপনোদন’ (বিশেষ্য পদ)
অর্থ— দূর করা, অপসারণ বা খণ্ডন।
‘বিলানো’ (ক্রিয়াপদ)
অর্থ— বণ্টন করা, দান বা বিতরণ করা।
উৎস: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি
0
Updated: 2 months ago
সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম-
Created: 1 month ago
A
আবেদনপত্র
B
চুক্তিপত্র
C
মানপত্র
D
স্মারকলিপি
সরকারি বা বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে অভাব - অভিযােগ, সমস্যা নিরসনে অথবা সুযােগ - সুবিধা প্রার্থনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম আবেদনপত্র।
0
Updated: 1 month ago