‘গুণহীনের বৃথা আস্ফালন ‘– এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়?
A
আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
B
অসারের তর্জন গর্জন সার
C
কানা ছেলের নাম পদ্মলোচন
D
ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি
উত্তরের বিবরণ
উত্তরটি সঠিক কারণ 'গুণহীনের বৃথা আস্ফালন' মানে হচ্ছে, যিনি নিজে গুণহীন বা অক্ষম, তিনি উঁচু আওয়াজ করে কিছু করে দেখানোর চেষ্টা করছেন তা আসলে অর্থহীন। এখন 'অসারের তর্জন গর্জন সার' প্রবাদটিও একই অর্থ বোঝায়।
অর্থাৎ, যিনি কোন কাজের অক্ষম, তাঁর চিৎকার বা বোকা বুলি কোন কাজের হয় না। তাই উভয়গুলোর অর্থ এক এবং একইভাবে বোঝানো হয়েছে। সুতরাং, এই উত্তরটি সঠিক।
0
Updated: 1 month ago
'কৈ' শব্দেটি কোন দ্বিস্বরধ্বনি যোগে গঠিত?
Created: 1 month ago
A
ওই্
B
অঐ
C
এই্
D
উই্
দ্বিস্বরধ্বনি
-
সংজ্ঞা:
যখন পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়, তখন তাকে দ্বিস্বরধ্বনি বলা হয়। -
উদাহরণ – কৈ:
-
‘কৈ’ শব্দে [ও] পূর্ণ স্বরধ্বনি এবং [ই্] অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হয়ে [ওই্] তৈরি হয়েছে।
-
-
দ্বিস্বরধ্বনির আরও উদাহরণ:
| দ্বিস্বরধ্বনি | উদাহরণ |
|---|---|
| [আই্] | তাই, নাই |
| [এই্] | সেই, নেই |
| [আও্] | যাও, দাও |
| [আএ্] | খায়, যায় |
| [উই্] | দুই, রুই |
| [অএ্] | নয়, হয় |
| [ওউ্] | মৌ, বউ |
| [ওই্] | কৈ, দই |
| [এউ্] | কেউ, ঘেউ |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 1 month ago
‘শকুনি মামা‘- এর অর্থ কোনটি?
Created: 1 month ago
A
কুৎসিত মামা
B
সৎ মামা
C
কুচক্রী মামা
D
পাতানো মামা
শকুনি মামা – এর অর্থ- কুচক্রী লোক বা অনিষ্টকর আত্মীয়।
0
Updated: 1 month ago
কোনটি হাতির ডাক?
Created: 1 week ago
A
হ্রেষা
B
বৃংহিত
C
কুঞ্চন
D
কুঞ্চন
0
Updated: 1 week ago