‘ইঁদুর কপাল’ – এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
A
অদৃষ্টের পরিহাস
B
চাঁদের হাট
C
একাদশে বৃহস্পতি
D
কেউকেটা
উত্তরের বিবরণ
‘ইদুর কপালে’ বাগধারাটির অর্থ হলো - মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হচ্ছে ‘একাদশে বৃহস্পতি’; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়।
0
Updated: 1 month ago
‘যারা বাইরে ঠাট বজায় রেখে চলে।’ – এর অর্থ প্রকাশক বাগধারা কোনটি?
Created: 2 months ago
A
ব্যাঙের আধুলি
B
লেফাফা দুরস্ত
C
রাশভারি
D
ভিজে বেড়াল
ব্যাঙের আধুলি বাগধারার অর্থ - সামান্য সম্পদ। রাশভারি বাগধারার অর্থ - গম্ভীর প্রকৃতির। ভিজে বেড়াল বাগধারার অর্থ – কপটচারী। লেফাফা দুরস্ত বাগধারার অর্থ - বাইরে ঠাঁট বজায় রাখা।
0
Updated: 2 months ago
'ডাকাবুকো' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
চক্ষুলজ্জাহীন
B
অকেজো
C
নির্ভীক
D
বেহায়া
‘ডাকাবুকো’ বাগধারার অর্থ হলো দুরন্ত / নির্ভীক।
-
উদাহরণ বাক্য: ডাকাবুকো হলে কী হবে, ছেলেটার চরিত্র ভালো।
অন্য বাগধারা:
-
‘ঢাকের বাঁয়া’ = অকেজো
-
‘চশমখোর’ = চক্ষুলজ্জাহীন
-
‘কান কাটা’ = বেহায়া
0
Updated: 1 month ago
'ঢিলেমি' অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে?
Created: 1 month ago
A
ধামাধরা
B
গয়ংগচ্ছ
C
তালকানা
D
ডাকাবুকো
বাগ্ধারা ও অর্থ:
-
গয়ংগচ্ছ: ঢিলেমি
-
ডাকাবুকো: নির্ভীক
-
তালকানা: কাণ্ডজ্ঞানহীন
-
ধামাধরা: তোষামোদে
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago