শিরোনামের প্রধান অংশ কোনটি?
A
ডাকটিকিট
B
পোস্টাল কোড
C
প্রেরকের ঠিকানা
D
প্রাপকের ঠিকানা
উত্তরের বিবরণ
শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের নাম ঠিকানা। সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা: ১. মঙ্গল সূচক শব্দ। ২. স্থান ও তারিখ। ৩. সম্বোধন ও সম্ভাষণ। ৪. চিঠির বক্তব্য। ৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ। ৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।
0
Updated: 1 month ago
'স্বৈর' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
Created: 3 weeks ago
A
স্ব + ঈর
B
সু + ঈর
C
স্ব + ইর
D
স্বঃ + ইর
স্ব + ঈর = স্বৈর হলো একটি নিপাতনে সিদ্ধ সন্ধি।
-
নিপাতনে সিদ্ধ সন্ধি:
যে সমস্ত সন্ধি কোন নির্দিষ্ট নিয়ম অনুসারে সংঘটিত হয় না, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়। -
কয়েকটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ:
-
অন্য + অন্য = অন্যান্য
-
কুল + অটা = কুলটা
-
গো + অক্ষ = গবাক্ষ
-
প্র + ঊঢ় = প্রৌঢ়
-
স্ব + ঈর = স্বৈর
-
গো + ইন্দ্র = গবেন্দ্র
-
গো + ঈশ্বর = গবেশ্বর
-
অক্ষ + ঊহিণী = অক্ষৌহিণী
-
মার্ত + অণ্ড = মার্তণ্ড
-
রক্ত + ওষ্ঠ = রক্তোষ্ঠ
-
সীমন + অত = সীমন্ত
-
0
Updated: 3 weeks ago
'প্রচুর' এর বিশেষ্য রূপ কোনটি?
Created: 1 month ago
A
প্রাচুর্য্য
B
প্রাচুর্য
C
প্রাচুর্যতা
D
প্রচুর
প্রচুর শব্দের বিশেষ্য রূপ হলো প্রাচুর্য।
-
প্রচুর (বিশেষণ)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্র + √চুর্ + অ
-
অর্থ: ঢের, পর্যাপ্ত
-
-
প্রাচুর্য (বিশেষ্য)
-
সংস্কৃত থেকে আগত শব্দ।
-
গঠন: প্রচুর + য
-
অর্থ: আধিক্য
-
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
অভ্যন্তরীন
B
আভ্যন্তরীন
C
অভ্যন্তরীণ
D
আভ্যন্তরীণ
শুদ্ধ বানান: অভ্যন্তরীণ
-
এটি একটি বিশেষণ পদ।
-
শব্দটি সংস্কৃত উৎসের।
অর্থ:
-
মধ্যবর্তী; অভ্যন্তরে আছে এমন।
(উৎস:
0
Updated: 1 month ago