যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?
A
ব্যাসবাক্য
B
সমস্যমান পদ
C
সমস্তপদ
D
উত্তরপদ
উত্তরের বিবরণ
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ। সমাস এর পরিভাষা পাঁচটি। সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্তপদ, পূর্বপদ, পরপদ। সমাস যুক্তপ্রদেশ প্রথম অংশকে পূর্বপদ বলে। সমাস যুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে।
সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ কে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য।
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
বাল্মিকী
B
বাল্মীকী
C
বাল্মিকি
D
বাল্মীকি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ‘বাল্মীকি’ বানানটি শুদ্ধ বলে স্বীকৃত। এটি একটি সংস্কৃত শব্দ, যার গঠনমূলক উৎস ও অর্থ ব্যুৎপত্তিগতভাবে নির্ধারিত হয়েছে।
-
‘বাল্মীকি’ শব্দটি গঠিত হয়েছে বল্মীক + ই যোগে।
-
এটি সংস্কৃত ধাতু থেকে উদ্ভূত একটি শব্দ, যা মূলত ব্যুৎপত্তিগত অর্থে ‘পিঁপড়ার ঢিবি’ বা ‘বল্মীক’ থেকে আগত।
-
পরবর্তীকালে এটি রূপান্তরিত হয়ে ‘বাল্মীকি’ আকারে প্রচলিত হয়।
-
এই নাম দ্বারা মূলত রামায়ণের প্রণেতা কবি বাল্মীকি—যিনি আদিকবি হিসেবে পরিচিত—তাঁকেই বোঝানো হয়।
0
Updated: 2 weeks ago
অর্ধ-সংবৃত স্বরধ্বনি কোনটি?
Created: 3 weeks ago
A
উ
B
ই
C
এ
D
অ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট কতটুকু খোলা বা বন্ধ থাকে, তার ওপর ভিত্তি করে স্বরধ্বনিকে কয়েকটি শ্রেণিতে ভাগ করা হয়। ঠোঁটের এই উন্মুক্ততার পার্থক্যের মাধ্যমে ধ্বনির প্রকৃতি নির্ধারিত হয়।
১. সংবৃত স্বরধ্বনি: উচ্চারণের সময় ঠোঁট খুব সামান্য খোলে। এই শ্রেণিতে পড়ে [ই] ও [উ]।
২. অর্ধ-সংবৃত স্বরধ্বনি: ঠোঁট সংবৃত অবস্থার তুলনায় কিছুটা বেশি খোলে। এতে অন্তর্ভুক্ত [এ] ও [ও]।
৩. বিবৃত স্বরধ্বনি: উচ্চারণের সময় ঠোঁট সবচেয়ে বেশি খোলে। এই শ্রেণিতে রয়েছে [আ]।
৪. অর্ধ-বিবৃত স্বরধ্বনি: ঠোঁট বিবৃত অবস্থার তুলনায় কিছুটা কম খোলে। এতে রয়েছে [অ্যা] ও [অ]।
সংবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট কম খোলে, আর বিবৃত স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট সবচেয়ে বেশি খোলে।
0
Updated: 3 weeks ago
শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন–
Created: 1 month ago
A
শষ্য, ভুবন, শ্ৰদ্ধাঞ্জলি
B
সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
C
মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
D
আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
আকাঙ্ক্ষা , গ্রামীণ, দারিদ্র্য শব্দগুলো শুদ্ধ। প্রদত্ত প্রশ্নে অন্যান্য শব্দগুলোর বানান অশুদ্ধ। শব্দগুলোতে ব্যাকরণগত ভুল বিদ্যমান।
0
Updated: 1 month ago