'যারে দেখতে নারি তার চলন বাঁকা' প্রবাদের অর্থ কী?
A
দুর্বলের প্রতি সর্বদা দোষারোপ
B
অপছন্দের ভালোমন্দ সবই খারাপ
C
নিজের ত্রুটি অন্যের ওপর চাপানো
D
দোষী হয়েও অপরের সামান্য ত্রুটির সমালোচনা করা
উত্তরের বিবরণ
বাংলা প্রবাদ-প্রবচন মানুষের চিন্তা, অভিজ্ঞতা ও সমাজজীবনের নানা বাস্তবতা ফুটিয়ে তোলে। এগুলোর মাধ্যমে সংক্ষিপ্ত বাক্যে গভীর অর্থ প্রকাশ পায়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবচনের ব্যাখ্যা দেওয়া হলো—
-
যারে দেখতে নারি তার চলন বাঁকা অর্থ অপছন্দের মানুষের ভালোমন্দ সবকিছুই খারাপ বলে মনে হয়।
-
যত দোষ নন্দ ঘোষ অর্থ দুর্বল বা অসহায় ব্যক্তিকে সর্বদা দোষারোপ করা।
-
নাচতে না জানলে উঠান বাঁকা অর্থ নিজের অক্ষমতা বা ত্রুটি অন্যের ওপর চাপানো।
-
চালুনি বলে ছুঁচ তোর দেখি ছ্যাঁদা অর্থ নিজে বড় দোষী হয়েও অন্যের সামান্য ত্রুটির সমালোচনা করা।
উৎস:

0
Updated: 21 hours ago
'ইচ্ছা' এর প্রতিশব্দ—
Created: 1 day ago
A
পুলক
B
আহ্লাদ
C
পরিতোষ
D
বাঞ্ছা
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।
অন্যদিকে,
• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

0
Updated: 1 day ago
'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
Created: 1 month ago
A
সন্ধিজনিত
B
প্রত্যয়জনিত
C
উপসর্গজনিত
D
বিভক্তিজনিত
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• উৎকর্ষ এটি বিশেষ্য পদ,
- (উৎ + √কৃষ্ + অ) প্রত্যয় সাধিত শব্দ।
• আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ। অর্থাৎ ‘উৎকর্ষতা’ শব্দে তা-প্রত্যয়ের অপপ্রয়োগ ঘটেছে।
• ‘উৎকর্ষতা’ শব্দের এর শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ বা উৎকৃষ্টতা'।
• নিয়ম:
‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
Created: 1 month ago
A
৬
B
২
C
৪
D
৫
অলঙ্কার হলো কবিতাকে সুন্দর ও অনুভূতিপ্রবণ করার জন্য কবি যে বিভিন্ন কৌশল ব্যবহার করেন, সেটাই অলঙ্কার নামে পরিচিত। সাহিত্য ক্ষেত্রে অলঙ্কার মূলত দুই রকমের হয়ে থাকে:
১. শব্দালঙ্কার এবং
২. অর্থালঙ্কার।
সূত্র: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago