যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে কী বলে?
A
ব্যাসবাক্য
B
সমস্যমান পদ
C
সমস্তপদ
D
উত্তরপদ
উত্তরের বিবরণ
যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ। সমাস এর পরিভাষা পাঁচটি। সমস্যমান পদ, ব্যাসবাক্য, সমস্তপদ, পূর্বপদ, পরপদ। সমাস যুক্তপ্রদেশ প্রথম অংশকে পূর্বপদ বলে। সমাস যুক্ত পদের পরবর্তী অংশকে পরপদ বলে।
সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমস্ত পদ কে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে বলা হয় ব্যাসবাক্য।

0
Updated: 1 day ago
কোন শব্দজোড় বিপরীতার্থক নয়?
Created: 3 weeks ago
A
অনুলোম-প্রতিলোম
B
নশ্বর-শাশ্বত
C
গরিষ্ঠ-লঘিষ্ঠ
D
হৃষ্ট-পুষ্ট
বিপরীতার্থক শব্দ নয়- হৃষ্টপুষ্ট।
• হৃষ্টপুষ্ট (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- মোটা,
- স্থূলকায়।
অন্যদিকে,
• ‘গরিষ্ঠ’ এর বিপরীতার্থক শব্দ - লঘিষ্ঠ।
• অবিনশ্বর/শাশ্বত শব্দের বিপরীতার্থক শব্দ - নশ্বর।
• অনুলোম শব্দের বিপরীতার্থক শব্দ - প্রতিলোম।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 3 weeks ago
গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
Created: 2 weeks ago
A
পাঁচ
B
তিন
C
দুই
D
চার
গঠন অনুসারে শব্দ ২ প্রকার। মৌলিক শব্দ: গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। সাধিত শব্দ: নীলাকাশ, প্রশাসন, চলন্ত, ডুবুরি ইত্যাদি।

0
Updated: 2 weeks ago
ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে?
Created: 1 week ago
A
ব্যাকরণ
B
ভাষা
C
ব্যাকরণ ও ভাষা উভয়ই একসাথে
D
কোনোটিই নয়
মনের ভাব প্রকাশের জন্যে মানুষের কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা বলে। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। ধ্বনির সাহায্যেই ভাষার সৃষ্টি। ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। বর্ণের সমন্বয়ে গঠিত হয় শব্দ এবং শব্দের সমন্বয়ে গঠিত হয় বাক্য। এই বাক্য হলো ভাষার মূল উপকরণ। ব্যাকরণ একটি সংস্কৃত শব্দ যার ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ করা। ব্যাকরণ ভাষার শৃঙ্খলা রক্ষা করে নিয়ম-কানুন প্রণয়ন করে এবং তা প্রয়োগের রীতি সুত্রবদ্ধ করে। সুতরাং, ব্যাকরণকে ভাষার আইন বলা যায়।

0
Updated: 1 week ago