'কুট-কূট' শব্দদ্বয় কী অর্থ প্রকাশ করে?
A
পর্বত-কপট
B
জটিল-বৃক্ষ
C
বক্র-ত্রুটি
D
কুটিল-খণ্ড
উত্তরের বিবরণ
বাংলা ভাষায় অনেক শব্দ আছে যেগুলো উচ্চারণে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন। এগুলোকে সঠিকভাবে ব্যবহার না করলে বাক্যের অর্থ সম্পূর্ণ বদলে যেতে পারে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো—
-
কুট অর্থ পর্বত বা দুর্গ।
-
কূট অর্থ কপট বা কুটিল।
-
কাঁচা অর্থ অপরিপক্ব।
-
কাচা অর্থ পরিষ্কার করা বা ধোওয়া।
-
কাঁটা অর্থ কণ্টক।
-
কাটা অর্থ কর্তন করা।
-
কটি অর্থ কোমর।
-
কোটি অর্থ শত লক্ষ।
-
কৃত অর্থ যা করা হয়েছে।
-
ক্রীত অর্থ যা ক্রয় করা হয়েছে।
উৎস:

0
Updated: 22 hours ago
গুণ ও বৃদ্ধি বলা হয় –
Created: 1 week ago
A
কৃৎ-প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে
B
কৃৎ-প্রকৃতির অন্তস্বরের পরিবর্তনকে
C
নাম-প্রকৃতির পরিবর্তনকে
D
প্রাতিপদিকের পরিবর্তনকে
প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে গুণ বলে। ই / - ি কার বা ঈ / - কার থাকলে এ / - কার হবে। যেমন - লিখ + আ = লেখা, নী + তা = নেতা। প্রকৃতির শেষে প্রত্যয় যোগ হলে উক্ত প্রকৃতির আদিস্বরের যে কিছু পরিবর্তন ঘটে তাকে বৃদ্ধি বলা হয়। ই / শিকার, ঈ - কার বা এ / কোর থাকলে ঐ / - ৈ-কার হবে। যেমন - বিমান + ষ্ণিক = বৈমানিক, নীতি + ষ্ণিক = নৈতিক।

0
Updated: 1 week ago
কোনটি ভাবসম্প্রসারণে হুবহু ব্যবহৃত হওয়া উচিত নয়?
Created: 1 week ago
A
মূলছত্র
B
অলঙ্কার
C
উপমা
D
তথ্য
ভাবসম্প্রসারণ লেখার সময় কোনোরকম শিরোনাম দেওয়ার দরকার পড়ে না। লেখকের বা কবির নামও উলেখ করতে হয় না। কিংবা ব্যাখ্যার মতো ‘কবি বলেছেন’ ধরনের বাক্যাংশ ব্যবহার করতে হয় না। ভাব - সম্প্রসারণে মূল ছত্র হুবুহু ব্যবহৃত হওয়া উচিত নয় । ভাবসম্প্রসারণের জন্য দেওয়া কথাটিতে সাধারণত প্রকাশ্য বক্তব্যের আড়ালে গভীর ভাবসত্য লুকিয়ে থাকে।
যেমন: ‘সবুরে মেওয়া ফলে’ কথাটির আক্ষরিক অর্থ ‘গাছের ফল পেতে হলে অপেক্ষা করতে হয়। কিন্তু এর গভীর ভাবসত্য হলো জীবনে সাফল্য অর্জন করতে হলে চাই ধৈর্য, প্রচেষ্টা ও পরিশ্রম। ভাবসম্প্রসারণ করার সময় প্রথমে প্রকাশ্য বা আক্ষরিক অর্থের দিকটি বলে পরে অন্তর্নিহিত ভাবটি বর্ণনা করতে হয়।

0
Updated: 1 week ago
'তিলত্তোমা' কোন উপন্যাসের প্রধান নারী চরিত্র?
Created: 2 weeks ago
A
কৃষ্ণকান্তের উইল
B
দুর্গেশনন্দিনী
C
কপালকুণ্ডলা
D
মৃণালিনী
দুর্গেশনন্দিনী
-
লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রকাশ: ১৮৬৫ খ্রিষ্টাব্দ
-
বাংলা সাহিত্যের গুরুত্ব: প্রথম সার্থক বাংলা উপন্যাস
-
কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, আয়েশা, বিমলা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়র অন্যান্য উপন্যাস ও চরিত্র
উপন্যাস | উল্লেখযোগ্য চরিত্র |
---|---|
কৃষ্ণকান্তের উইল | রোহিনী, গোবিন্দলাল, ভ্রমর |
দুর্গেশনন্দিনী | আয়েশা, তিলোত্তমা |
কপালকুণ্ডলা | কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক |
মৃণালিনী | হেমচন্দ্র, মৃনালিনী, পশুপতি, মনোরমা |
বিষবৃক্ষ | কুন্দনন্দিনী, নগেন্দ্রনাথ |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 2 weeks ago