মরিশাস কোন মহাসাগরের অন্তর্ভুক্ত দ্বীপ?
A
আটলান্টিক মহাসাগর
B
ভারত মহাসাগর
C
উত্তর মহাসাগর
D
দক্ষিণ মহাসাগর
উত্তরের বিবরণ
মরিশাস ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত একটি দ্বীপ।
আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জসমূহ:
-
আইসল্যান্ড, ফকল্যান্ড, জর্জিয়া, সেন্ট হেলেনস, বারমুডা (প্রবাল দ্বীপপুঞ্জ), ত্রিনিদাদ ও টোবাগো, কিউবা, বাহামা, জ্যামাইকা, হাইতি, কেপভার্দি, পুয়ের্তো রিকো, ম্যাডিরা (আগ্নেয়গিরি দ্বারা গঠিত দ্বীপ) ইত্যাদি।
ভারত মহাসাগরের দ্বীপসমূহ:
-
আন্দামান এবং নিকোবর, মাদাগাস্কার (পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ), মালদ্বীপ ও লাক্ষা (প্রবাল দ্বীপ), শ্রীলঙ্কা, মরিশাস, মৌরতানিয়া, ভিক্টেরিয়া।

0
Updated: 6 hours ago
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
Created: 1 month ago
A
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
B
আটলান্টিক ও ভূমধ্যসাগর
C
ভারত ও প্রশান্ত মহাসাগর
D
প্রশান্ত ও ভূমধ্যসাগর
পানামা খাল: দুই মহাসাগরের সেতুবন্ধন
পানামা খাল হলো একটি কৃত্রিম জলপথ যা পৃথিবীর দুই বিশাল মহাসাগর—আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খালটি নির্মিত হয় ১৯১৪ সালে, এবং এর নির্মাণকাজ পরিচালনা করেছিলো যুক্তরাষ্ট্র।
প্রায় ৮৫ বছর ধরে যুক্তরাষ্ট্র এই খালের মালিকানায় ছিল। পরবর্তীতে, ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে পানামা সরকারের কাছে হস্তান্তর করা হয়।
বিশ্ববাণিজ্যে এশিয়া ও আমেরিকার মধ্যকার নৌপথে দ্রুত সংযোগ স্থাপন করার কারণে পানামা খাল আজও এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোর হিসেবে বিবেচিত।
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago
ভারত মহাসাগরের গভীরতম স্থান-
Created: 7 hours ago
A
মারিয়ানা ট্রেঞ্চ
B
সুন্ডা ট্রেঞ্চ
C
কেপ ম্যাটাপন
D
পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
গভীরতম স্থানসমূহ মহাসাগর ও সাগরে
-
প্রশান্ত মহাসাগর: মারিয়ানা ট্রেঞ্চ
-
আটলান্টিক মহাসাগর: পুয়ের্তো রিকো ট্রেঞ্চ
-
ভারত মহাসাগর: সুন্ডা ট্রেঞ্চ
-
দক্ষিণ মহাসাগর: দক্ষিণ স্যান্ডউইচ ট্রেঞ্চ
-
উত্তর মহাসাগর: কেপ ম্যাটাপন
-
ভূমধ্যসাগর: অফ কেপ ম্যাটাপান
-
ক্যারিবিয়ান সাগর: অফ কেম্যান দ্বীপপুঞ্জ

0
Updated: 7 hours ago
সলোমন-দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত?
Created: 2 weeks ago
A
ভারত মহাসাগর
B
প্রশান্ত মহাসাগর
C
আটলান্টিক মহাসাগর
D
আর্কটিক মহাসাগর
সলোমন দ্বীপপুঞ্জ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জসমূহ মহাসাগর অনুযায়ী:
১. প্রশান্ত মহাসাগর:
পাপুয়া নিউগিনি, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।
২. আটলান্টিক মহাসাগর:
যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।
৩. ভারত মহাসাগর:
মাদাগাস্কার, সেইসিলিশ, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের বিভাজন:
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জকে ভৌগোলিকভাবে তিনটি প্রধান অঞ্চলে ভাগ করা হয়: মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, পলিনেশিয়া।
১. মাইক্রোনেশিয়া:
নাউরু, পালাউ, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া।
২. মেলানেশিয়া:
সলোমন দ্বীপপুঞ্জ, ফিজি, ভানুয়াতু, পাপুয়া নিউগিনি।
৩. পলিনেশিয়া:
টোঙ্গা, টুভ্যালু, সামোয়া।
উৎস: World Atlas.

0
Updated: 2 weeks ago