’ডুরান্ড লাইন’ কোন দুটি দেশের সীমারেখা-
A
পাকিস্তান ও আফগানিস্তান
B
ভারত ও পাকিস্তান
C
পাকিস্তান ও ইরান
D
ভারত ও চীন
উত্তরের বিবরণ
আন্তর্জাতিক সীমারেখা:
- 
ম্যাকমোহন লাইন: ভারত ও চীন 
- 
র্যাডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তান 
- 
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তান 
- 
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC): ভারত ও চীন 
- 
লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তান 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
Created: 3 months ago
A
সনোরা লাইন
B
ম্যাকনামারা লাইন
C
ডুরান্ড লাইন
D
হিন্ডারবার্গ লাইন
সনোরা লাইন
- 
এটি যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যকার সীমান্ত। 
- 
মেক্সিকোর সনোরা প্রদেশকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে আলাদা করে। 
- 
এই সীমান্তরেখা ১৮৫৩ সালে ঠিক করা হয়েছিল। 
কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্তরেখা
- 
ওডারনিস লাইন: জার্মানি ও পোল্যান্ডের সীমান্ত। 
- 
সিগফ্রিড লাইন: জার্মানি ও ফ্রান্সের সীমান্ত। 
- 
হিন্ডারবার্গ লাইন: জার্মানি ও ফ্রান্সের সীমান্ত। 
- 
ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত। 
- 
ম্যাজিনো লাইন: জার্মানি ও ফ্রান্সের সীমান্ত। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago