উপসাগর হলো সাধারণত-
A
তিনদিকে স্থল দ্বারা বেষ্টিত
B
C
উপসাগরের পানি সাগর বা মহাসাগরে তুলনায় শান্ত হয়
D
বর্ণিত সবগুলো
উত্তরের বিবরণ
উপসাগর (Bay/Gulf):
- 
উপসাগর হলো এমন একটি জলভাগ যা সাধারণত তিনদিকে স্থল দ্বারা বেষ্টিত এবং একদিকে সাগর বা মহাসাগরের সঙ্গে সংযুক্ত। 
- 
স্থলভাগের অভ্যন্তরে ব্যাপক অনুপ্রবেশের কারণে উপসাগরের পানি সাধারণত সাগর বা মহাসাগরের তুলনায় শান্ত থাকে। 
- 
উপসাগরগুলো অন্য কোনো উপসাগরের সঙ্গেও সংযুক্ত হতে পারে। 
- 
উদাহরণস্বরূপ, জেমস উপসাগর হাডসন উপসাগরের সঙ্গে সংযুক্ত। 
- 
অপেক্ষাকৃত বিস্তৃত এবং গভীর উপসাগরগুলোকে ইংরেজিতে গালফ (Gulf) বলা হয়, যেমন—পারস্য উপসাগর (Persian Gulf)। 
- 
অপেক্ষাকৃত ছোট আকারের, খাড়া পাড়বিশিষ্ট উপসাগরগুলোকে ইংরেজিতে বে (Bay) বলা হয়। 
- 
বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর ভারত মহাসাগরের একটি উপসাগর (Bay)। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago