নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
A
সুখের পায়রা
B
শরতের শিশির
C
দুধের মাছি
D
নিরেট বোকা
উত্তরের বিবরণ
সুখের পায়রা, শরতের শিশির, দুধের মাছি - এই তিনটি বাগধারার অর্থ এক, এবং এর অর্থ - সুসময়ের বন্ধু। অপর দিকে নিরেট বোকা বাগধারাটির মানে অপদার্থ।

0
Updated: 2 hours ago
'অকালের বাদলা' বাগধারাটির অর্থ কী?
Created: 1 week ago
A
অর্থহীন কথা
B
কালে-ভদ্রে
C
অপ্রত্যাশিত বাধা
D
অপরিহার্য অবলম্বন
‘অকালের বাদলা’ বাগধারার অর্থ: অপ্রত্যাশিত বাধা
অন্যান্য বাগধারা ও অর্থ:
-
‘অন্ধের যষ্টি’ → অপরিহার্য অবলম্বন
-
‘আগরম বাগড়ম’ → অর্থহীন কথা
-
‘অবরেসবরে’ → কালে-ভদ্রে
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা

0
Updated: 1 week ago
'ঢিলেমি' অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে?
Created: 6 days ago
A
ধামাধরা
B
গয়ংগচ্ছ
C
তালকানা
D
ডাকাবুকো
বাগ্ধারা ও অর্থ:
-
গয়ংগচ্ছ: ঢিলেমি
-
ডাকাবুকো: নির্ভীক
-
তালকানা: কাণ্ডজ্ঞানহীন
-
ধামাধরা: তোষামোদে
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 6 days ago
'হাত-ভারি' বাগধারার অর্থ-
Created: 1 month ago
A
দাতা
B
কম খরচে
C
দরিদ্র
D
কৃপণ
'হাত-ভারি' বাগ্ধারার অর্থ 'কৃপণ'।
বাক্য গঠন: তাঁর মত হাতভারি লোক আমি কমই দেখেছি।
আরও কিছু বাগ্ধারার এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগ্ধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগ্ধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্ধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago