What is Allusion in literature?
A
Direct reference
B
Indirect reference to a well-known person, place or event
C
Long narrative poem
D
Humorous imitation
উত্তরের বিবরণ
The required answer is – Indirect reference to a well-known person/place/event.
Allusion হলো একটি সাহিত্যকৌশল যেখানে লেখক কোনো বিখ্যাত ব্যক্তি, স্থান, ঘটনা বা অন্য সাহিত্যকর্মকে সরাসরি উল্লেখ না করে পরোক্ষভাবে ইঙ্গিত করেন। এর মাধ্যমে পাঠককে পরিচিত সাংস্কৃতিক, ঐতিহাসিক বা পৌরাণিক প্রসঙ্গের সাথে যুক্ত করা হয়, যা রচনার অর্থ ও গভীরতা বৃদ্ধি করে।
- 
Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event. 
- 
কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে সরাসরি না বলে ইঙ্গিত করা হয়। 
- 
এটি intertextuality সৃষ্টি করে, অর্থাৎ এক সাহিত্যকর্ম আরেকটির সাথে সংযোগ তৈরি করে। 
- 
সাধারণত Bible, Greek mythology, history এবং classical literature থেকে উদাহরণ টানা হয়। 
Example
- 
“The winged boy I knew, But who wast thou, O happy, happy dove?” (Keats: Ode to Psyche) – এখানে Cupid এবং Venus-এর প্রতি ইঙ্গিত রয়েছে। 
- 
“He met his Waterloo” → Napoleon-এর পরাজয়ের প্রতি ইঙ্গিত করে, অর্থাৎ কোনো ব্যক্তির চূড়ান্ত পতন বোঝানো। 
Importance of Allusion
- 
লেখাকে অর্থবহ ও গভীর করে তোলে। 
- 
পাঠকদের পরিচিত রেফারেন্স ব্যবহার করে দ্রুত সংযোগ তৈরি করে। 
- 
অল্প কথায় বিস্তৃত অর্থ প্রকাশ সম্ভব হয়। 
অন্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Choose the correctly spelled word:
Created: 1 month ago
A
Fluorescent
B
Fluoresent
C
Flourescent
D
Fluorescint
সঠিক শব্দটি: ক) Fluorescent
- 
Fluorescent: - 
English meaning: producing light by fluorescence (absorbing light of a short wavelength and producing light of a longer wavelength) 
- 
Bangla meaning: পদার্থ যা বিকিরণ গ্রহণ করে তা আলোরূপে ফিরিয়ে দেয়; প্রতিপ্রভ 
 
- 
- 
Example: - 
Certain chemicals are used in fluorescent lights to produce visible light. 
 
- 
Source: Accessible Dictionary
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
When a new song "catches on," what has happened?
Created: 1 month ago
A
It has been criticized
B
It has been banned
C
It has been forgotten
D
It has become popular
Catch on একটি idiom, যা বোঝায় কোনো কিছু জনপ্রিয় হয়ে ওঠা বা দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়া। সাধারণত নতুন ধারণা, ফ্যাশন, গান, খেলা বা সংস্কৃতির ধারা বোঝাতে এটি ব্যবহৃত হয়।
- 
Catch on (Idiom) 
 English Meaning: Become popular
 Bangla Meaning: জনপ্রিয় হওয়া
- 
Correct Answer: It has become popular (এটি জনপ্রিয় হয়ে উঠেছে) 
- 
Other Options: 
 ক) It has been criticized → বিপরীত অর্থ প্রকাশ করে (যেমন: panned বা flopped)
 খ) It has been banned → সম্পর্কহীন (যেমন: banned বা censored)
 গ) It has been forgotten → বিপরীত অর্থ প্রকাশ করে (যেমন: faded)
- 
Example Sentences: - 
I wonder if the game will ever catch on with young people? 
- 
The new TikTok dance quickly caught on among teenagers. 
 
- 
- 
Source: 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
What is the synonym of the word 'dogmatic'?
Created: 1 month ago
A
Emulate
B
Enamor
C
Hasty
D
Adamant
• Correct Answer: ঘ) Adamant
Explanation:
- 
Dogmatic - 
Bangla Meaning: মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন 
- 
English Meaning: characterized by or given to the expression of opinions very strongly or positively as if they were facts 
 
- 
- 
Adamant - 
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড় 
- 
English Meaning: unshakable or insistent especially in maintaining a position or opinion; unyielding 
 
- 
Other options:
- 
ক) Emulate – সমকক্ষ হতে বা ছাড়িয়ে যেতে চেষ্টা করা 
- 
খ) Enamor – মুগ্ধ/অনুরক্ত হওয়া; প্রেমমুগ্ধ হওয়া 
- 
গ) Hasty – ত্বরিত; চটজলদি 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago