Which of the following best defines Alliteration?
A
Repetition of vowel sounds in nearby words
B
Repetition of synonym at the end of words
C
Repetition of consonant sounds at the beginning of words
D
A direct comparison using "like" or "as"
উত্তরের বিবরণ
The required answer is Repetition of consonant sounds at the beginning of words.
Alliteration (অনুপ্রাস):
- 
The repetition of a consonant sound at the beginning of two or more words or stressed syllables is called Alliteration. 
- 
যখন পাশাপাশি বা সম্পর্কযুক্ত শব্দের শুরুতে একই বর্ণ বা একই ধরনের উচ্চারণ থাকে, তখন তাকে অনুপ্রাস বলা হয়। 
- 
এটি একটি সাহিত্যকৌশল, যা কবিতা বা গদ্যে সুর, ছন্দ এবং মানসিক প্রভাব তৈরি করতে ব্যবহৃত হয়। 
- 
Alliteration এর মাধ্যমে শব্দগুচ্ছের একটি ছন্দময় সৌন্দর্য তৈরি হয়, যা পাঠক বা শ্রোতার মনোযোগ সহজেই আকর্ষণ করে। 
Examples of Alliteration:
1.
“The fair breeze blew, the white foam flew,
The furrow followed free.”
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনি বারবার এসেছে।
“Puffs, powders, patches, Bibles, billet-doux.”
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুবার পুনরাবৃত্ত হয়েছে।
Other Options:
- 
Repetition of vowel sounds in nearby words → Assonance 
- 
Repetition of consonant sounds at the end of words → Consonance 
- 
A direct comparison using “like” or “as” → Simile 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Who of the following is known as the Poet of Nature?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
William Wordsworth
D
W.B. Yeats
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
William Wordsworth (1770-1850)
William Wordsworth:
- 
‘Poet of Nature’ নামে পরিচিত। 
- 
Romantic Period এর অন্যতম প্রধান কবি। 
- 
প্রকৃতি কবি হিসেবে সুপরিচিত। 
- 
1843–1850 পর্যন্ত England এর Poet Laureate ছিলেন। 
- 
Wordsworth ও Coleridge এর Lyrical Ballads প্রকাশনার মাধ্যমে Romantic Period শুরু হয়। 
- 
Lyrical Ballads যৌথ প্রকাশনা হলেও Wordsworth এর অবদান সর্বাধিক, তাই তাকে Father of Romantic Age বলা হয়। 
উপাধি:
- 
Poet of Nature 
- 
Poet of Childhood 
- 
Lake Poet 
Famous Poems:
- 
The Solitary Reaper 
- 
Peter Bell 
- 
The Recluse 
- 
The World is Too Much with Us 
- 
Tintern Abbey 
- 
Rainbow 
- 
To the Cuckoo 
- 
Laodamia 
- 
Lucy Poems 
- 
The Daffodils 
- 
Ode on Immortality 
- 
The Excursion 
- 
Michael 
Only Play: The Borderers
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "delineate"?
Created: 1 month ago
A
Falsify
B
Describe
C
Terrestrial
D
Philanthropic
Delineate একটি verb, যা বোঝায় কোনো বিষয়কে সম্পূর্ণভাবে, বিশদভাবে এবং স্পষ্টভাবে চিত্র বা বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা। এটি সাধারণত আনুষ্ঠানিক বা শিক্ষামূলক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
- 
Delineate (verb) 
 English Meaning: To describe something completely, including details
 Bangla Meaning: (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা
- 
Correct Answer: খ) Describe 
- 
Synonyms: Describe (বর্ণনা করা), Represent (ব্যাখ্যা করা; সুস্পষ্ট করা), Detail (সবিস্তারে/পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা), Silhouette (মসীবর্ণ ছায়া-পরিলেখ), Sketch (সংক্ষিপ্ত বিবরণ; নকশা) 
- 
Antonyms: Distort (বিকৃত করা), Falsify (জাল করা), Misdescribe (ভুল বর্ণনা করা), Misrepresent (ভুলভাবে উপস্থাপন করা), Repress (নিপীড়ন করা) 
- 
Other Forms: - 
Delineation (noun): চিত্রণ; অঙ্কন; আলেখন 
 
- 
- 
Other Options: - 
Terrestrial: পৃথিবীসম্পর্কিত; পৃথিবীতে বসবাসকারী 
- 
Philanthropic: লোকহিতকর; জনসেবামূলক 
 
- 
- 
Example Sentences: - 
The constitution carefully delineates the duties of the treasurer’s office. 
- 
The report clearly delineates the steps that must be taken. 
 
- 
- 
Source: 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The phrase "Avail of" means -
Created: 1 month ago
A
To waste an opportunity.
B
To refuse an offer.
C
To ignore someone.
D
To take advantage of something.
The phrase “Avail of” means To take advantage of something।
Avail of:
- 
English Meaning: Use or take advantage of an opportunity or available resource. 
- 
Bangla Meaning: কাজে লাগানো / সুযোগের সদ্ব্যবহার করা। 
Example Sentence:
- 
They availed themselves of his services. 
- 
Bangla Meaning: তারা তার সেবার সুযোগ গ্রহণ করেছিল। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago