বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
A
নিউগিনি
B
মালদ্বীপ
C
মাদাগাস্কার
D
গ্রিনল্যান্ড
উত্তরের বিবরণ
গ্রিনল্যান্ড:
গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
স্থানীয় ভাষায় গ্রিনল্যান্ডকে কালালিত নুনাত বলা হয়, যা এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য পরিচিত।
তারা তাদের মাতৃভূমিকে কলালিত নুনাত বলেন, অর্থাৎ "গ্রিনল্যান্ডবাসীদের দেশ"।
রাজধানী: নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
অপরদিকে:
মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত।
নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
বোর্নিও বিশ্বের তৃতীয় বৃহত্তম দ্বীপ।
মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ।

0
Updated: 6 hours ago