"A wise man will make more opportunities than he finds" - Who said this?
A
Aristotle
B
Francis Bacon
C
P. B. Shelley
D
Dan Brown
উত্তরের বিবরণ
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which proverb matches "সব রোগের ওষুধ এক নয়"?
Created: 1 month ago
A
While there is life, there is hope.
B
When in Rome, do as the Romans do.
C
Zeal without knowledge is a runaway horse.
D
What is sauce for the gander is not the source for the Goose.
What is sauce for the gander is not the sauce for the goose একটি প্রবাদ যা বোঝায় যে সব রোগের ওষুধ বা সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য নয়।
- 
Correct Answer: ঘ) What is sauce for the gander is not the sauce for the Goose 
- 
Bangla Meaning: সকল রোগীর জন্য একই পথ্য বা সমাধান প্রযোজ্য নয়; যা একজনের জন্য কার্যকর, তা অন্যের জন্য নাও হতে পারে। 
- 
Other Options: - 
ক) While there is life, there is hope – জীবন থাকলে আশা থাকে; যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশা। 
- 
খ) When in Rome, do as the Romans do – যে দেশে থাকো, সেই দেশের রীতি অনুযায়ী আচরণ করো। 
- 
গ) Zeal without knowledge is a runaway horse – জ্ঞানহীন উৎসাহ লাগামছেঁড়া ঘোড়ার মতো; যা নিয়ন্ত্রণহীন ও বিপজ্জনক হতে পারে। 
 
- 
- 
Usage Example: - 
What works for one student may not work for another; truly, what is sauce for the gander is not the sauce for the goose. 
- 
বাবা-মায়ের অভিজ্ঞতা সব সন্তানের জন্য প্রযোজ্য নয়—সব রোগের ওষুধ এক নয়। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
"The world will be saved by failure."
This is an example of-
Created: 1 month ago
A
Antithesis
B
Simile
C
Paradox
D
Hyperbole
Paradox এবং উদাহরণ
- 
Famous Line: 
 “The world will be saved by failure.”- 
এটি একটি Paradox বা কূটাভাস। 
- 
অর্থ: লাইনটির surface meaning বা আপাত দৃষ্টিতে বক্তব্য স্ববিরোধী মনে হলেও গভীর অর্থ বহন করে। 
- 
Deep meaning: ব্যর্থতার মধ্য দিয়ে আমরা শিখি, উন্নতি করি এবং মানবজীবন ও সমাজকে বাঁচাই। 
 
- 
- 
Paradox (কূটাভাস; পরস্পরবিরোধী সত্য): - 
একটি উক্তি বা পরিস্থিতি যা একই সময়ে সত্য এবং অসত্য বলে মনে হয়। 
- 
ব্যাখ্যা: যা প্রথমে অসম্ভব বা বিপরীত মনে হয়, তার ভিতরে গভীর সত্য থাকে। 
- 
উদাহরণ: - 
Less is more. 
- 
I must be cruel only to be kind. 
- 
Cowards die many times before their deaths. 
 
- 
 
- 
- 
অন্যান্য সম্পর্কিত অলংকার: 
 ১. Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ):- 
দুটি বিপরীত ভাব একসাথে ব্যবহার করা। 
- 
উদাহরণ: “To err is human, to forgive divine.” 
 ২. Simile (উপমা): - 
দুই ভিন্ন জিনিসের সরাসরি তুলনা, সাধারণত as বা like দিয়ে। 
- 
উদাহরণ: “She is as innocent as a lamb.” 
 ৩. Hyperbole (অতিশয়োক্তি): - 
অতিরঞ্জিত বা অত্যুক্তি পূর্ণ উক্তি। 
- 
উদাহরণ: “Ten thousand saw I at a glance.” (Wordsworth: Daffodils) 
 
- 
- 
Key Insight: 
 Paradox আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করে এবং আপাতদৃষ্টিতে অসম্ভবকে বোধগম্য করে তোলে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The word biophilic means-
Created: 1 month ago
A
relating to biology
B
human tendency to connect with nature
C
study of nature
D
biological
সঠিক উত্তর: খ) human tendency to connect with nature
Biophilic:
- 
English meaning: of, relating to, or characterized by biophilia; relating to, showing, or being the human tendency to interact or be closely associated with other forms of life in nature 
- 
Bangla meaning: মানুষের মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের প্রবণতা বা অনুরাগ 
Example:
- 
Humans have a biophilic tendency, which is why gardens and parks make them feel relaxed. 
- 
Bangla meaning: মানুষের মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের প্রবণতা থাকে, এজন্য বাগান ও পার্ক তাদেরকে শান্তি এবং স্বস্তি দেয়। 
অন্যান্য বিকল্প:
- 
relating to biology: জীববিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত 
- 
study of nature: প্রকৃতির অধ্যয়ন 
- 
biological: জীববিজ্ঞানসংক্রান্ত 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago