"To err is human, to forgive, divine" - Who wrote this line?
A
William Shakespeare
B
Samuel Johnson
C
John Milton
D
Alexander Pope
উত্তরের বিবরণ
উক্তিটির রচয়িতা হলেন Alexander Pope। এটি তাঁর বিখ্যাত কবিতা "An Essay on Criticism" থেকে গৃহীত। কবিতাটি সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে, কারণ এটি শুধু কবিতার শৈলী নয়, বরং সমগ্র Neoclassical যুগের সাহিত্য-চেতনা প্রতিফলিত করে। নিচে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
- 
"An Essay on Criticism" একটি Didactic poem in heroic couplets। 
- 
এটি ১৭১১ সালে, Pope-এর বয়স যখন মাত্র ২২, তখন anonymously প্রকাশিত হয়। 
- 
কবিতাটি আংশিকভাবে Horace-এর Ars Poetica দ্বারা অনুপ্রাণিত হলেও, এতে Augustan যুগের লেখকদের ধারণাও প্রতিফলিত হয়েছে। 
- 
এই রচনায় Pope কাব্যচর্চার নিয়মাবলি তুলে ধরেছেন। এটি Neoclassical যুগের নীতিগুলোর একটি সংকলন, যেখানে যুক্তি, শৈল্পিকতা ও দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশিত। 
- 
প্রকাশের পর কবিতাটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করে এবং এর ফলে Pope-এর পরিচিতি বাড়ে। বিশেষত, তিনি ঘনিষ্ঠ হন Joseph Addison এবং Richard Steele-এর সঙ্গে, যারা তখন The Spectator প্রকাশ করছিলেন। 
- 
কবিতার বিখ্যাত উদ্ধৃতি: - 
Fools rush in where angels fear to tread. 
- 
To err is human; to forgive, divine. 
- 
An honest man is the noblest work of God. 
- 
A little learning is a dangerous thing. 
- 
Amusement is the happiness of those who cannot think. 
 
- 
- 
Alexander Pope: - 
তিনি ছিলেন The Augustan Age-এর সবচেয়ে খ্যাতনামা কবি। 
- 
এই যুগকে The Age of the Pope-ও বলা হয়, কারণ তাঁর সাহিত্যকর্ম এই সময়কে বিশেষভাবে প্রভাবিত করেছিল। 
- 
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত। 
 
- 
- 
Pope-এর বিখ্যাত রচনা: - 
The Rape of the Lock (Mock-Heroic poem) 
- 
Dunciad 
- 
The New Dunciad 
- 
Windsor-Forest 
- 
An Epistle to Dr. Arbuthnot 
- 
An Essay on Criticism 
- 
An Essay on Man 
- 
Eloisa to Abelard 
- 
Epistle to the Right Honourable Richard Earl of Burlington 
- 
Memoirs of Martinus Scriblerus প্রভৃতি। 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 2 months ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
- 
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”। 
- 
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন। 
- 
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়। 
- 
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন। 
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
- 
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি। 
- 
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 
তার কিছু পরিচিত উক্তি:
- 
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা) 
- 
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া) 
- 
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে) 
- 
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ) 
- 
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি) 
- 
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো) 
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
What does Ulysses reject as life?
Created: 1 month ago
A
Striving and seeking
B
Breathing alone
C
Fighting wars
D
Governing Ithaca
ইউলিসিস বলেন: “As tho’ to breathe were life!”। এর মাধ্যমে তিনি বোঝান যে নিছক শ্বাস-প্রশ্বাস নেওয়া জীবনের সমান নয়। আসল জীবন হলো নতুন অভিজ্ঞতা, সংগ্রাম ও জ্ঞানের অনুসন্ধান। যদি কেউ শুধু বেঁচে থাকে কিন্তু কিছু অর্জন না করে, তবে তার জীবন অর্থহীন। এই বক্তব্য ইউলিসিসের অভিযাত্রী ও অদম্য মনোভাবকে প্রকাশ করে।
 
                                    
                                
                                
                                
                                2
Updated: 1 month ago
Which is known as Shakespeare's swan-song?
Created: 1 month ago
A
Hamlet
B
Othello
C
The Tempest
D
A Comedy of Error
The Tempest হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত পাঁচ অঙ্কের নাটক। এটি প্রায় ১৬১১ সালে রচিত ও মঞ্চস্থ হয় এবং ১৬২৩ সালে ফার্স্ট ফোলিওতে প্রকাশিত হয়। নাটকটিকে শেক্সপিয়রের “swan song” বা শেষ একক রচনা হিসেবে ধরা হয়। অনেক পণ্ডিত মনে করেন, শেক্সপিয়র এটি থিয়েটারের প্রতি তার বিদায়বাণী হিসেবে রচনা করেছিলেন। নাটকের মূল থিমগুলোর মধ্যে রয়েছে ক্ষমা ও পুনর্মিলন, প্রেম, জাদু ও ন্যায়বিচার।
মূল চরিত্রসমূহ:
- 
Prospero (Duke) 
- 
Miranda (Heroine) 
- 
Ariel (Supernatural creature – সদাচারী) 
- 
Caliban (Supernatural creature – খারাপ চরিত্র) 
- 
Antonio (Duke-এর ভাই ও খলনায়ক) 
- 
Ferdinand (Hero) 
- 
Gonzalo ইত্যাদি 
সার-সংক্ষেপ:
- 
ডিউক প্রোস্পেরো ও তার কন্যা মিরান্ডা, প্রোস্পেরোর ছোট ভাই অ্যান্টোনিওর ষড়যন্ত্রের ফলে এক দূরবর্তী দ্বীপে নির্বাসিত হন। 
- 
প্রোস্পেরোকে অতিপ্রাকৃত শক্তিধর হিসেবে দেখানো হয়েছে, যার নিয়ন্ত্রণে রয়েছে দুটি অতিপ্রাকৃত সত্তা – Ariel ও Caliban। 
- 
নাটকের শুরুতেই প্রোস্পেরো তার জাদু ও জাদুমন্ত্র ব্যবহার করে সমুদ্রে একটি ভয়াবহ ঝড় (Tempest) তোলে, যার ফলে অ্যান্টোনিও এবং অন্যান্য চরিত্ররা জাহাজ দুর্ঘটনায় পড়ে এবং দ্বীপে পৌঁছায়। 
কিছু বিখ্যাত উক্তি:
- 
"Hell is empty and all the devils are here." 
- 
"We are such stuff as dreams are made on, and our little life is rounded with a sleep." 
- 
"This thing of darkness, I acknowledge mine." 
- 
"O, brave new world, that has such people in it!" 
- 
"Awake, dear heart, awake. Thou hast slept well. Awake." 
- 
"Misery acquaints a man with strange bedfellows." 
William Shakespeare (1564–1616)
- 
English কবি, নাট্যকার ও অভিনেতা। 
- 
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করেন; তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়। 
- 
মোট ১৫৪টি sonnet এবং ৩৭টি নাটক লিখেছেন। 
- 
এছাড়া Long narrative poem ও রচনা করেছেন। 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago