বাংলাদেশের কোন অঞ্চলের জেলাসমূহে খরার প্রকোপ দেখা যায়?
A
দক্ষিণ- পশ্চিমাঞ্চলে
B
উত্তর-পশ্চিমাঞ্চলে
C
পূর্ব- দক্ষিণাঞ্চলে
D
পশ্চিম- পূর্বাঞ্চলে
উত্তরের বিবরণ
খরা (Drought)
- 
ফসল জন্মানোর স্বাভাবিক সময়ে শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় আর্দ্রতার চাইতে জমিতে কম আর্দ্রতা থাকলে তাকে বাংলাদেশে ক্ষরা বলা হয়। 
- 
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাসমূহে খরার প্রকোপ দেখা যায়। 
- 
বিভিন্ন বছরে খরার প্রকোপ: - 
১৯৫১: ৩১.৬৩% 
- 
১৯৫৭: ৪৬.৫৪% 
- 
১৯৫৮: ৩৭.৪৭% 
- 
১৯৬১: ২২.৩৯% 
- 
১৯৬৬: ১৮.৪২% 
- 
১৯৭২: ৪২.৪৮% 
- 
১৯৭৯: ৪২.০৪% 
 
- 
- 
১৯৯৪-৯৫ ও ১৯৯৫-৯৬ খ্রিষ্টাব্দের খরা বিশেষভাবে উত্তর-পশ্চিমাঞ্চলের ধান ও পাট ফসলের মারাত্মক ক্ষতি করে। 
- 
খরার কারণে শাকসবজি, তামাক, কলা এবং অন্যান্য শস্যের ফলন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
চা চাষের জন্য কোন ধরনের জলবায়ু প্রয়োজন?
Created: 1 month ago
A
শুষ্ক এবং ঠান্ডা
B
উষ্ণ ও আর্দ্র
C
উষ্ণ ও শুষ্ক
D
ঠান্ডা ও আর্দ্র
চা (Tea) হলো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল।
তথ্যগুলো হলো:
- 
দেশে উৎপাদিত চা-এর বেশিরভাগ বিদেশে রপ্তানি হয়। 
- 
চা ভালো হয় পানি নিষ্কাশনবিশিষ্ট ঢালু জমিতে। 
- 
প্রধান চা বাগান অবস্থিত: মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট। 
- 
এছাড়া চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে চা চাষ হয়। 
- 
চা চাষের জন্য প্রয়োজন উষ্ণ ও আর্দ্র জলবায়ু। 
- 
আদর্শ তাপমাত্রা: ১৬° থেকে ১৭° সেলসিয়াস এবং ২৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত। 
- 
চা চাষের জন্য উর্বর লৌহ ও জৈব পদার্থ মিশ্রিত দোআঁশ মাটি বিশেষভাবে উপযোগী। 
অর্থাৎ, চা চাষে ভৌগোলিক অবস্থান, জলবায়ু এবং মৃত্তিকার গুণগত মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago