"To err is human, to forgive, divine" - Who wrote this line?
A
William Shakespeare
B
Samuel Johnson
C
John Milton
D
Alexander Pope
উত্তরের বিবরণ
উক্তিটির রচয়িতা হলেন Alexander Pope। এটি তাঁর বিখ্যাত কবিতা "An Essay on Criticism" থেকে গৃহীত। কবিতাটি সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে, কারণ এটি শুধু কবিতার শৈলী নয়, বরং সমগ্র Neoclassical যুগের সাহিত্য-চেতনা প্রতিফলিত করে। নিচে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হলো।
-
"An Essay on Criticism" একটি Didactic poem in heroic couplets।
-
এটি ১৭১১ সালে, Pope-এর বয়স যখন মাত্র ২২, তখন anonymously প্রকাশিত হয়।
-
কবিতাটি আংশিকভাবে Horace-এর Ars Poetica দ্বারা অনুপ্রাণিত হলেও, এতে Augustan যুগের লেখকদের ধারণাও প্রতিফলিত হয়েছে।
-
এই রচনায় Pope কাব্যচর্চার নিয়মাবলি তুলে ধরেছেন। এটি Neoclassical যুগের নীতিগুলোর একটি সংকলন, যেখানে যুক্তি, শৈল্পিকতা ও দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশিত।
-
প্রকাশের পর কবিতাটি ব্যাপক মনোযোগ আকর্ষণ করে এবং এর ফলে Pope-এর পরিচিতি বাড়ে। বিশেষত, তিনি ঘনিষ্ঠ হন Joseph Addison এবং Richard Steele-এর সঙ্গে, যারা তখন The Spectator প্রকাশ করছিলেন।
-
কবিতার বিখ্যাত উদ্ধৃতি:
-
Fools rush in where angels fear to tread.
-
To err is human; to forgive, divine.
-
An honest man is the noblest work of God.
-
A little learning is a dangerous thing.
-
Amusement is the happiness of those who cannot think.
-
-
Alexander Pope:
-
তিনি ছিলেন The Augustan Age-এর সবচেয়ে খ্যাতনামা কবি।
-
এই যুগকে The Age of the Pope-ও বলা হয়, কারণ তাঁর সাহিত্যকর্ম এই সময়কে বিশেষভাবে প্রভাবিত করেছিল।
-
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
-
-
Pope-এর বিখ্যাত রচনা:
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus প্রভৃতি।
-

0
Updated: 6 hours ago
ich of the following meters contains five feet in a line?
Created: 1 month ago
A
Trimeter
B
Tetrameter
C
Pentameter
D
Hexameter

0
Updated: 1 month ago
Which literary work features the phrase "Alone, alone, all, all alone"?
Created: 1 month ago
A
The Rime of the Ancient Mariner
B
The Raven
C
Treasure Island
D
Moby Dick
• “Alone, alone, all, all alone” এই উক্তিটি সাহিত্যিক কাজগুলোর মধ্যে The Rime of the Ancient Mariner থেকে এসেছে। এটি সেমুয়েল টেলারের লেখা একটি বিখ্যাত কবিতা, যেখানে একজন সমুদ্রযাত্রীর একাকীত্ব ও মানসিক যন্ত্রণার বর্ণনা আছে। অন্য বিকল্পগুলোর কথা বললে, The Raven হল এডগার অ্যালান পো’র একটি গথিক কবিতা, যা শোক ও বিষণ্নতার বিষয়বস্তু নিয়ে গড়ে উঠেছে। Treasure Island একটি অ্যাডভেঞ্চার গল্প রবার্ট লুই স্টিভেনসনের লেখা, যেখানে দ্বীপের গুপ্তধন এবং অভিযান সম্পর্কিত গল্প। আর Moby Dick হলো হারমান মেলভিলের উপন্যাস, যেখানে একটি বিশাল সাদা তিমির শিকার ও মানসিক সংগ্রামের কাহিনী। তাই, “Alone, alone, all, all alone” উক্তিটি সবচেয়ে প্রাসঙ্গিক The Rime of the Ancient Mariner-এর সাথে।

0
Updated: 1 month ago
Samuel Beckett was a/an -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
British author
D
Russian author
Samuel Beckett:
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.
Best Works: (play)
- Waiting for Godot,
- Endgame,
- Happy Days.

0
Updated: 1 month ago