বাংলাদেশের কোন অঞ্চলের জেলাসমূহে খরার প্রকোপ দেখা যায়?
A
দক্ষিণ- পশ্চিমাঞ্চলে
B
উত্তর-পশ্চিমাঞ্চলে
C
পূর্ব- দক্ষিণাঞ্চলে
D
পশ্চিম- পূর্বাঞ্চলে
উত্তরের বিবরণ
খরা (Drought)
-
ফসল জন্মানোর স্বাভাবিক সময়ে শস্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় আর্দ্রতার চাইতে জমিতে কম আর্দ্রতা থাকলে তাকে বাংলাদেশে ক্ষরা বলা হয়।
-
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাসমূহে খরার প্রকোপ দেখা যায়।
-
বিভিন্ন বছরে খরার প্রকোপ:
-
১৯৫১: ৩১.৬৩%
-
১৯৫৭: ৪৬.৫৪%
-
১৯৫৮: ৩৭.৪৭%
-
১৯৬১: ২২.৩৯%
-
১৯৬৬: ১৮.৪২%
-
১৯৭২: ৪২.৪৮%
-
১৯৭৯: ৪২.০৪%
-
-
১৯৯৪-৯৫ ও ১৯৯৫-৯৬ খ্রিষ্টাব্দের খরা বিশেষভাবে উত্তর-পশ্চিমাঞ্চলের ধান ও পাট ফসলের মারাত্মক ক্ষতি করে।
-
খরার কারণে শাকসবজি, তামাক, কলা এবং অন্যান্য শস্যের ফলন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়।

0
Updated: 7 hours ago