A
0
B
1
C
অসঙ্গায়িত
D
অসীম
উত্তরের বিবরণ
প্রশ্ন: 
সমাধান:
যখন x ≠ 0, তখন x/x=1, কারণ x-কে x-দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। 
উদাহরণস্বরূপ, 5/5 = 1, 10/10 = 1, ইত্যাদি।
কিন্তু
যখন x = 0 , তখন 0/0 -এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
অর্থাৎ, 0/0 = অনির্ণেয় রূপ
এই রকম ∞/∞ = অনির্ণেয় রূপ।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
একটি ছেলের ছবি দেখিয়ে রিতা বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি রিতার সম্পর্কে কী হয়?
Created: 1 month ago
A
মামা
B
চাচা
C
ভাতিজা
D
ভাই
প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে রিতা বললো, "সে হয় আমার চাচার বাবার মেয়ের ছেলে” ছেলেটি রিতার সম্পর্কে কী হয়?
সমাধান: 
ছবিটি একটি ছেলের। বক্তা হচ্ছে রিতা (মেয়ে)। যেহেতু রিতা বলছে আমার চাচার বাবার মেয়ের ছেলে অর্থাৎ তার দাদার মেয়ের ছেলে। অর্থাৎ ফুফাতো ভাই যেহেতু অপশনে ভাই আছে তাই এটাই হবে।
চাচার বাবা = দাদা → দাদার মেয়ে = ফুপু → ফুপুর ছেলে = ফুপাতো ভাই।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
Created: 1 month ago
A
উত্তর দিকে
B
পশ্চিম দিকে
C
দক্ষিণ দিকে
D
পূর্ব দিকে
প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
সমাধান: 
এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
নিচের কোনটি ব্যতিক্রম?
Created: 3 weeks ago
A
Discernment
B
Perception
C
Penetration
D
Insinuation
প্রদত্ত শব্দগুলোর মধ্যে Insinuation শব্দটি বাকিদের থেকে আলাদা কারণ বাকির তিনটি শব্দ—Discernment, Perception, Penetration—সবই উপলব্ধি ক্ষমতা বা বোঝার ক্ষমতার সঙ্গে সম্পর্কিত। এগুলো একে অপরের সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়।
অন্যদিকে, Insinuation শব্দটির অর্থ সম্পূর্ণ ভিন্ন। এটি বোঝায় কটাক্ষ বা সূক্ষ্মভাবে আক্রমণাত্মক মন্তব্য, যা বাকিদের অর্থ বা ব্যবহারিক ধারণার সঙ্গে সম্পর্কিত নয়। তাই এটি ব্যতিক্রমী।
- 
সমার্থক শব্দসমূহ: Discernment, Perception, Penetration 
- 
অর্থ: উপলব্ধি ক্ষমতা 
- 
ব্যতিক্রমী শব্দ: Insinuation 
- 
অর্থ: কটাক্ষপাত 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago