If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
A
Obtain
B
Mantain
C
Captain
D
Certain
উত্তরের বিবরণ
প্রশ্ন: If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
সমাধান:
যেহেতু A = 2, B = 3, C = 4 অর্থাৎ alphabetical ক্রম + ১।
অতএব, 4, 2, 17, 21, 2, 10, 15
এর জন্য alphabetical ক্রম,
3, 1, 16, 20, 1, 9, 14
c a  p   t  a  i   n
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
                                Created: 1 month ago
                            
A
৮ : ১২
B
১০ : ১০
C
২ : ১০
D
১১ : ৫০
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
                            
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
A প্রান্তে
কত কেজির ভর স্থাপন করলে
দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
Created: 1 month ago
A
5 কেজি
B
6.2 কেজি
C
7.5 কেজি
D
8 কেজি
প্রশ্ন: A প্রান্তে কত কেজির ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে?
সমাধান:
A প্রান্তে 7.5 কেজি ভর স্থাপন করলে দণ্ডটির ভারসাম্য রক্ষা পাবে
ধরি,
ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
20x = (12 × 5) + (15 × 6)
⇒ 20x = 60 + 90
⇒ 20x = 150
⇒ x = 150/20
⇒ x = 7.5 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
চট্টগ্রাম থেকে রাজশাহী রেলপথে মোট ২০টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
Created: 1 month ago
A
৪০০টি
B
৩৬১টি
C
৪৮০টি
D
৩৮০টি
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২০ - ১) = ১৯টি [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]
∴ মোট টিকেট রাখতে হবে = (২০ × ১৯)টি
= ৩৮০টি
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago