মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
A
উত্তর দিকে
B
পশ্চিম দিকে
C
দক্ষিণ দিকে
D
পূর্ব দিকে
উত্তরের বিবরণ
প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
সমাধান:
এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।

0
Updated: 7 hours ago
একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
Created: 3 days ago
A
উত্তর-পূর্ব
B
দক্ষিণ
C
দক্ষিণ-পূর্ব
D
দক্ষিণ-পশ্চিম
প্রশ্ন: একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
সমাধান:
ইদ্গাহের অবস্থান হবে মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম দিকে।

0
Updated: 3 days ago
If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
Created: 7 hours ago
A
Obtain
B
Mantain
C
Captain
D
Certain
প্রশ্ন: If A = 2, B = 3, C = 4 and so on, What dose the following numbers stands for?
4, 2, 17, 21, 2, 10, 15
সমাধান:
যেহেতু A = 2, B = 3, C = 4 অর্থাৎ alphabetical ক্রম + ১।
অতএব, 4, 2, 17, 21, 2, 10, 15
এর জন্য alphabetical ক্রম,
3, 1, 16, 20, 1, 9, 14
c a p t a i n

0
Updated: 7 hours ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 6 days ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।

0
Updated: 6 days ago