২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?
A
৭৩
B
৫৪
C
৬০
D
৪৮
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত?
সমাধান:
২০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
আবার,
২০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২৩
∴ ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার সমষ্টি = (৯৭ + ২৩) = ১২০
আমরা জানি,
একমাত্র জোড় মৌলিক সংখ্যা = ২
∴ ২০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সমষ্টিকে জোড় মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল = ১২০/২ = ৬০
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
6
B
7
C
8
D
10
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 7
প্রথম চিত্রে, 
(13 + 19)/8 
= 32/8 = 4
দ্বিতীয় চিত্রে, 
(71 + 9)/8 
= 80/8 = 10
তৃতীয় চিত্রে,
(42 + 14)/8 
= 56/8 = 7
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
                                Created: 1 month ago
                            
A
ঘড়ির কাটার দিকে
B
প্রতি ঘূর্ণনে দিক পরিবর্তন করবে
C
ঘড়ির কাটার বিপরীত দিকে
D
কোনটিই নয়
প্রশ্ন: ৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
সমাধান:
৬ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে
- ৫ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ৪ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।
- ৩ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ২ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
"COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
পদালি
B
পণ্য
C
ধূমকেতু
D
অঙ্গীকারবদ্ধ
COMMODITY শব্দটির বাংলা পরিভাষা হলো পণ্য।
অন্যদিকে:
- 
CADRE: পদালি 
- 
COMET: ধূমকেতু 
- 
COMMITTED: অঙ্গীকারবদ্ধ 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago