A
স্থপতি
B
ক্যান্সার চিকিৎসক
C
আণবিক বিজ্ঞানী
D
কম্পিউটার বিজ্ঞানী
উত্তরের বিবরণ
বিশ্বখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং স্থপতি ফজলুর রহমান খান, যিনি এফ আর খান নামে পরিচিত, আধুনিক আকাশচুম্বী ভবনের নকশায় বৈপ্লবিক পরিবর্তন এনেছেন। তিনি ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশের মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।
প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনে তিনি ছিলেন অসাধারণ। ১৯৫০ সালে কলকাতার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরে, ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্থাপত্য প্রতিষ্ঠান স্কিডমুর, ওয়িংস এবং মেরিল-এ (Skidmore, Owings & Merrill - SOM) যোগ দিয়ে তার পেশাগত যাত্রা শুরু হয়।
এফ আর খানের নকশায় নির্মিত শিকাগোর জন হ্যানকক সেন্টার (১০০ তলা) এবং সিয়ার্স টাওয়ার (বর্তমান উইলিস টাওয়ার, ১১০ তলা) তখনকার সময়ে ভবন নির্মাণশৈলীতে নতুন দিগন্ত উন্মোচন করে। তিনি টিউব স্ট্রাকচার পদ্ধতির প্রবর্তক হিসেবে আকাশচুম্বী ভবনের নকশায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
১৯৭১ সালে তিনি ‘কন্সট্রাকশনস ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হন ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডসের পক্ষ থেকে। তাঁর উদ্ভাবনী চিন্তার স্বীকৃতিস্বরূপ শিকাগোর ওন্টারিও সেন্টারে একটি স্মারক ফলকে লেখা হয় – “Innovation follows program”।
১৯৮২ সালের ২৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে এ মহান স্থপতির জীবনাবসান ঘটে। মৃত্যুর প্রায় দুই দশক পর, ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পদক’-এ মরণোত্তর ভূষিত করে। তাঁর স্মরণে প্রকাশ করা হয় একটি স্মারক ডাকটিকিটও।
সূত্র - বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago